Advertisement

ভার্জিনিটি শব্দের নয়া নাম কী হল জানেন? বিশ্বব্যাপী তর্জা তুঙ্গে

টরেন্টোর প্রখ্যাত লেখিকা নিকোল হজেস ভার্জিনিট শব্দটির পরিবর্তে সেক্সুয়াল ডেবিউ শব্দটি ব্যবহারের দাবি তুলছেন। তিনি বিবিসিকে জানিয়েছেন, 'আমরা এখনও ভার্জিনিটির মতো শব্দ ব্যবহার করি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এতে পরিবর্তন আনা দরকার।'

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 29 Sep 2021,
  • अपडेटेड 6:33 PM IST
  • ভার্জিনিটি শব্দ নিয়ে জোর আলোচনা
  • শব্দটি পরিবর্তনের দাবি টরেন্টোর লেখিকার
  • ভার্জিনিটি শব্দের করলেন নয়া নামকরণ

ভার্জিনিটি (Virginity) শব্দটি নিয়ে বিগত কয়েক দিন ধরে চলছে জোর আলোচনা। ভার্জিনিটি টেস্ট বন্ধের দাবির পাশাপাশি কিছু মানুষ এবার এই শব্দটিও বদলে দেওয়ার দাবি জানাচ্ছেন। টরেন্টোর প্রখ্যাত লেখিকা নিকোল হজেস ভার্জিনিট শব্দটির পরিবর্তে সেক্সুয়াল ডেবিউ শব্দটি ব্যবহারের দাবি তুলছেন। তিনি বিবিসিকে জানিয়েছেন, 'আমরা এখনও ভার্জিনিটির মতো শব্দ ব্যবহার করি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এতে পরিবর্তন আনা দরকার।'

হজেস বলেন,  'এমনটা নয় যে ভার্জিনিটি শব্দটি পুরনো হয়ে গিয়েছে তাই এটিকে বদলানো দরকার, বরং ভার্জিনিটির ধারণাটিও বদলে গিয়েছে। একজন মানুষের যৌন জীবন কখনওই শেষ হয় না। এর জায়গায় সেক্সুয়াল ডেবিউ (Sexual Debut) শব্দটি বেশি উপযুক্ত।' নিজের নতুন বইতেই এই শব্দটি কয়েক জায়গায় ব্যবহারও করেছেন তিনি। একইসঙ্গে এর জন্য একটি প্রচার অভিযানও শুরু করেছেন হজেস। 

গতবছর একটি ট্যুইটে হজেস লেখেন, 'ভার্জিনিটি শব্দটিতে মনে হয় যেন আপনি কিছু হারিয়ে ফেলেছেন। আমরা আধুনিক যুগে রয়েছি, তবুও কুমারীত্ব হারানোকে এখনও লজ্জাজনক হিসেবে মনে করা হয়। এটা বদলানো দরকার। এটাকে একটি উৎসবের মতো নেওয়া উচিত।' তবে কিছু বিশেষজ্ঞ অবশ্য হজেসের এই মতের সঙ্গে সহমত নন। 

ক্যালিফোর্নিয়ার যৌন শিক্ষিকা জুলিয়া ফেল্ডমেন বলেন, 'যখন ভার্জিনিটি বা সেক্সুয়াল ডেবিউর মতো শব্দ ব্যবহার করা হয় তখন কারও যৌন বিষয় নিয়ে কথা বলা হয়। সেক্স উপভোগ করার জন্য পার্টনারের সম্পূর্ণ সহযোগিতা দরকার। ভার্জিনিটি শব্দটি নিয়ে আরও আলোচনার দরকার রয়েছে। মাত্র একবার সেক্সের পরেই ভার্জিনিটি হারিয়ে গিয়েছে এমন ধারণা থেকে আমাদের বেরনো উচিত।' 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement