Advertisement

Voter ID Card Address Change : লাইনে নয়! Voter কার্ডের ঠিকানা পরিবর্তন করুন এভাবে বাড়ি বসে

Voter ID Card Address Change : দিন কয়েক বাদেই রাজ্যে ১০৮টি পুরসভা নির্বাচন। এই সময়ে অনেকেই ভোটার কার্ডে ঠিকানা পরিবর্তন করতে চান। কিন্তু বাইরে গিয়ে লাইনে না দিয়েও, অনলাইনের মাধ্যমে আপনিও চেষ্টা করলে ঠিকানা পরিবর্তন করতে পারবেন।

ভোটার কার্ড।
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 15 Feb 2022,
  • अपडेटेड 3:59 PM IST
  • Voter কার্ডের ঠিকানা পরিবর্তন করুন
  • বাড়ি বসেই করতে পারবেন আপডেট
  • জানুন বিস্তারিত তথ্য

Voter ID Card Address Change : দিন কয়েক বাদেই রাজ্যে ১০৮টি পুরসভা নির্বাচন। এই সময়ে অনেকেই ভোটার কার্ডে ঠিকানা পরিবর্তন করতে চান। কিন্তু বাইরে গিয়ে লাইনে না দিয়েও, অনলাইনের মাধ্যমে আপনিও চেষ্টা করলে ঠিকানা পরিবর্তন করতে পারবেন। এই জন্য সহজ কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। 

কীভাবে পরিবর্তন করবেন

ভোটার আইডি কার্ডে ঠিকানা পরিবর্তন করতে, আপনাকে প্রথমে জাতীয় ভোটার পরিষেবা পোর্টাল www.nvsp.in-এ লগইন করতে হবে। এখানে সাইন ইন করুন. আপনার যদি আগে থেকে এখানে অ্যাকাউন্ট না থাকে, আপনি একটি নতুন অ্যাকাউন্টের জন্য সাইন আপ করতে পারেন৷ এতে দেওয়া অপশন থেকে আপনাকে Migration to another place-ক্লিক করতে হবে। আপনি যদি অন্য এলাকায় চলে যান, তবে আপনাকে আপনার নির্বাচনী এলাকার বাইরে Migration outside your constituency ক্লিক করতে হবে। 

সহজ পদ্ধতি

আপনি যদি একই নির্বাচনী এলাকার এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছেন, তাহলে আপনাকে আপনার Migration within your constituency ক্লিক করতে হবে। এতে আপনাকে নাম, জন্ম তারিখ, রাজ্য, স্থায়ী এবং বর্তমান ঠিকানার মতো প্রয়োজনীয় সমস্ত তথ্য দিতে হবে। এর পাশাপাশি আপনাকে ইমেল ঠিকানা এবং মোবাইল নম্বর প্রদান করতে হবে। এর পরে ঠিকানার প্রমাণ, ছবি এবং বয়সের প্রমাণের মতো সমস্ত সমর্থনকারী নথি আপলোড করতে হবে। আপলোড করা নথি সহ অনলাইনে ফর্মটি জমা দিন। আপনাকে ঘোষণা ফর্মটি পূরণ করে ক্যাপচা নম্বর লিখতে হবে। তারপর আপনার দেওয়া তথ্য যাচাই করুন এবং সাবমিট ট্যাবে ক্লিক করুন। 

এই ভাবে পরিবর্তন করুন ঠিকানা

ফলে আপনি যদি এক নির্বাচনী কেন্দ্র থেকে আরেক নির্বাচনী কেন্দ্রে যাচ্ছেন তাহলে Migration outside your constituency অপশনে ক্লিক করতে হবে। আপনি যদি একই নির্বাচনী এলাকার অন্য ঠিকানায় স্থানান্তরিত হচ্ছেন Migration outside your constituency অপশনে ক্লিক করতে হবে। এর পরে যে সব তথ্য চাওয়া হবে সেগুলি দিয়ে সাবমিট করতে হবে। তবে মনে রাখতে হবে কোনও তথ্য যেন গলদ না থাকে। না হলে সমস্যায় পড়তে পারেন।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement