Advertisement

লাইফস্টাইল

Cheap Foreign Tour: দেশের চেয়ে সস্তা এই বিদেশগুলি, পকেট না খালি করে দিব্যি ঘুরে আসুন

Aajtak Bangla
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 15 Jan 2026,
  • Updated 5:16 PM IST
  • 1/6

ভিয়েতনাম: বাজেট ট্রাভেলারের প্রথম পছন্দ
কম খরচে আন্তর্জাতিক ভ্রমণের তালিকার সবার আগে ভিয়েতনাম। সস্তা ফ্লাইট, স্ট্রিট ফুডের দাম কম, আর দারুণ সব দর্শনীয় স্থান,  সব মিলিয়ে এক সপ্তাহের ট্যুর বাজেট অনেক সময় ভারতীয় পর্যটনস্থলের চেয়েও কম পড়ে। হ্যানয়ের রঙিন রাস্তাঘাট আর হা লং বের দৃশ্য একবার দেখলে ভুলবেন না।

  • 2/6

শ্রীলঙ্কা:সব বিনোদন একসঙ্গে
ভারত থেকে খুব কাছেই উপহাসের দ্বীপ শ্রীলঙ্কা। সমুদ্রতট, চায়ের বাগান আর নানান অ্যাডভেঞ্চার মিলিয়ে শ্রীলঙ্কা এখন অন্যতম জনপ্রিয় বাজেট ডেস্টিনেশন। ক্যান্ডির পাহাড়, বেন্টোটার বিচ আর ছোট ফ্লাইট টাইম। সবটাই মিলে “লো-কস্ট লাক্সারি” অভিজ্ঞতা।

  • 3/6

থাইল্যান্ড: সহজ ভিসা ও দারুণ নাইটলাইফ
স্বল্প খরচে ঢোকা, সাশ্রয়ী হোটেল, আর শহুরে রঙিন রাত। থাইল্যান্ড বরাবরের ট্রেন্ডসেটার। ২০২৬-এ ভারতীয়দের জন্য ভিসা আরও সহজ হওয়ায় গন্তব্যটি আবারও লিস্টের শীর্ষে। ফুকেট, ব্যাংকক কিংবা পাটায়া। হাতে কম বাজেটেও পুরো মজা।

  • 4/6

নেপাল: পাসপোর্ট ছাড়াই দারুণ ভ্রমণ
হিমালয়ের কোলে নেপাল ভারতীয়দের প্রিয় গন্তব্য। পাসপোর্ট ছাড়াই যাওয়া যায়, খরচও কম। কাঠমাণ্ডুর মন্দির, পোখরার লেক। সব কিছুই হাতের নাগালে। অনেক ট্রাভেল এজেন্সি এখন মাত্র ৪০ থোেকে ৫০ হাজার টাকা বাজেটে ৫-৬ দিনের নেপাল প্যাকেজ দিচ্ছে।

  • 5/6

ইন্দোনেশিয়া: কম খরচে ট্রপিক্যাল সুখ
বালি, উবুদ, নুসা পেনিদা, ইন্দোনেশিয়ার এই সব জায়গায় যাওয়ার খরচ ভারতে পাহাড়-সাগর ট্রিপের থেকেও কম পড়ে। থাকার জায়গা সস্তা, পরিবহণ সহজ, আর খাবার-দাবারও বাজেট-বন্ধুত্বপূর্ণ।

 

  • 6/6

ভ্রমণের সেরা পরামর্শ
২০২৬ সালে অনেক এয়ারলাইন্স আন্তর্জাতিক রুটে অফার দিচ্ছে। Air India Express-এর মতো কোম্পানিগুলি মাত্র সাড়ে ৫ হাজার টাকা থেকে বিদেশের টিকিট দিচ্ছে বলে রিপোর্টে উল্লেখ। ভিসার নিয়মও আগের চেয়ে সহজ হওয়ায় ভারতীয় পর্যটকের সংখ্যা বাড়ছে দ্রুত।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement