Advertisement

লাইফস্টাইল

Mini Switzerland Of India: দেশের এই জায়গাগুলি সুইজারল্যান্ডের মতোই সুন্দর, খরচও সামান্যই

Aajtak Bangla
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 15 Nov 2025,
  • Updated 4:05 PM IST
  • 1/11

Mini Switzerland Of India: ভ্রমণের স্বর্গ সুইজারল্যন্ড. ঘুরতে যাওয়ার ইচ্ছা সবারই থাকে। কিন্তু বাজেটে না কুলনোয় অনেকের স্বপ্ন, স্বপ্নই থেকে যায়। হিসেব মিলিয়ে অনেকেই শেষ পর্যন্ত পরিকল্পনা বাতিল করেন।

  • 2/11

কিন্তু যদি দেশেই একদম সুইজারল্যান্ডের মতো জায়গার খোঁজ আপনাকে দিই, তাহলে দুধের স্বাদ খোলে নয় দুধেই মেটাতে পারবেন। বিশেষত এমন ভ্যাপসা গরমে যদি একটু ঠান্ডা, শান্ত, প্রকৃতিতে মোড়া কোনো জায়গায় যাওয়া যায়, তাও আবার খরচের মধ্যে, তা হলে তার আনন্দই আলাদা।

 

  • 3/11

বিদেশ ভ্রমণের স্বপ্ন অনেকেরই। সুইজারল্যান্ড তো তার শীর্ষে। বরফঢাকা পাহাড়, সবুজ উপত্যকা, মনোরম হ্রদ যেন স্বর্গের অংশ। কিন্তু বিদেশে যাওয়ার সাধ থাকলেও সাধ্যের মধ্যে সবসময় হয় না। তাই চিন্তার কিছু নেই। ভারতের মধ্যেই রয়েছে এমন কয়েকটি জায়গা, যাদের সৌন্দর্য দেখে পর্যটকরা বলেন এ যেন দেশের মাটিতেই ‘মিনি সুইজারল্যান্ড’।

 

  • 4/11

সবুজ পাহাড়, তুষারের আস্তর, শান্ত পরিবেশ আর মন ছুঁয়ে যাওয়া প্রকৃতি। সব কিছু মিলিয়েই তৈরি এই স্বর্গগুলি গরমের সময় ঘুরে আসার জন্য একদম উপযুক্ত।

  • 5/11

খাজ্জিয়ার, হিমাচল প্রদেশ
হিমাচলের খাজ্জিয়ারকে অনেকেই ‘মিনি সুইজারল্যান্ড’ নামেই চেনেন। উঁচু পাহাড় ঘেরা সবুজ তৃণভূমি, নীরবতার মধ্যে বাতাসের স্নিগ্ধতা। এখানকার পরিবেশ সুইস পাহাড়ের মতোই মনোরম। যেদিকে তাকাবেন, ক্যামেরা বের করে ফেলতেই হবে। প্রকৃতির সৌন্দর্য এখানে যেন নিজে থেকেই সাজানো।

  • 6/11

আউলি, উত্তরাখণ্ড
উত্তরাখণ্ডের চামোলি জেলায় অবস্থিত আউলি স্কিইংয়ের জন্য বিখ্যাত। শীতকালে বরফে ঢাকা এই পাহাড়ি শহর গরমের সময়ও সমান মনোমুগ্ধকর। হিমালয়ের তুষারশিখরকে সামনে রেখে এই অঞ্চলের সৌন্দর্য অনিবার্য। হানিমুন থেকে পরিবার। সব ধরনের পর্যটকের প্রিয় গন্তব্য আউলি।

  • 7/11

কৌশানি, উত্তরাখণ্ড
বাগেশ্বর জেলার কৌশানি এক শান্ত, নির্জন, অসাধারণ সুন্দর পাহাড়ি এলাকা। এখানকার তুষারবৃত্ত হিমালয় দৃশ্য যে কোনও প্রকৃতিপ্রেমীকেই মুগ্ধ করে। ঠান্ডা বাতাস, পাইন বনের নিস্তব্ধতা, হাতে হাত রেখে পাহাড়ের ধারে দাঁড়িয়ে সময় কাটানো—এই জায়গা যেন মনকে অন্যভাবে ছুঁয়ে যায়। ফটোশুট করার জন্যও আদর্শ।

 

  • 8/11

বারোট উপত্যকা, হিমাচল প্রদেশ
মান্ডি জেলার বারোট উপত্যকা প্রকৃতির এক অনন্য উপহার। ঘন সবুজ বন, নদী, পাহাড় আর অ্যাডভেঞ্চারের নানা সুযোগ। এই জায়গাটি তাঁদের জন্য, যাঁরা পাহাড়ে গিয়ে চুপ করে শুধু আকাশ দেখতেই নয়, কিছু নতুন কিছু করতে চান। পাহাড়ি শান্তির সঙ্গে অ্যাডভেঞ্চারের সঠিক মিশ্রণ। সুইজারল্যান্ডে যাওয়ার ইচ্ছে থাকলে বারোট উপত্যকাই তার একটি সুন্দর ভারতীয় বিকল্প হতে পারে।

 

  • 9/11

এই গরমের ছুটিতে যদি প্রকৃতির কোলে, ঠান্ডা বাতাসে, বাজেটের ভেতরে থেকে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে চান, তাহলে ভারতের এই মিনি সুইজারল্যান্ডগুলিই আপনার পর্যটন তালিকায় জায়গা করে নিক।

  • 10/11

এই জায়গাগুলি একেকটি ইউরোপের স্বর্গের চেয়ে মোটেও কম নয়। উপরন্তু দেশের মধ্য়ে হওয়ায় খরচ সামান্যই। একটু পরিকল্পনা করে বের হলে আর সস্তায় থাকার বন্দোবস্ত করে নিলে খরচ থাকে বাজেটের মধ্যেই।

  • 11/11

এ ছাড়াও আরও কিছু জায়গা রয়েছে যেগুলি সুইজারল্যান্ডের মতোই  সুন্দর। যেমন সিমলা, কাশ্মীর, লাদাখ, লাচুং, লাচেন, তুরা সহ বেশ কয়েকটি পাহাড়ি জায়গা।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement