উত্তর সিকিমের তুষারঢাকা পর্বতমালা এবার নতুন অভিজ্ঞতার আহ্বান জানাচ্ছে পর্যটকদের। থাঙ্গু উপত্যকায় প্রথমবার সফলভাবে অনুষ্ঠিত হল প্যারাগ্লাইডিংয়ের টেস্ট ফ্লাইট। বরফে মোড়া পাহাড়ের মাঝখানে শূন্যে ওড়ার সুযোগ মিললে তা যে পর্যটকদের কাছে এক অসাধারণ রোমাঞ্চের নজির হবে, তা বলাই যায়।
রবিবারের এই পরীক্ষামূলক উড়ান সিকিমের অ্যাডভেঞ্চার ট্যুরিজমে নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। বহুদিন ধরেই উত্তর সিকিমে পর্যটন বৈচিত্র্য বাড়ানোর উদ্যোগ চলছে। এবার সেই পরিকল্পনায় আরও একধাপ এগিয়ে গেল প্রশাসন।
সিকিম ট্যুরিজম, সিকিম প্যারাগ্লাইডিং অ্যাসোসিয়েশন এবং কোরিয়া, জার্মানি, লাদাখ ও সিকিমের অভিজ্ঞ পাইলটদের নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক টিম পুরো পরীক্ষার দায়িত্বে ছিল। তাঁদের যৌথ উদ্যোগেই উচ্চ পার্বত্য এলাকায় এই সফল টেস্ট ফ্লাইট সম্ভব হয়েছে।
প্রায় ১৩,০০০ থেকে ১৩,৫০০ ফুট উচ্চতায় অবস্থিত থাঙ্গু উপত্যকা বরাবরই তার অনন্য সৌন্দর্যের জন্য পরিচিত। তবে এবার সেই সৌন্দর্যকে আরও কাছ থেকে অনুভব করার সুযোগ তৈরি হচ্ছে পর্যটকদের জন্য। প্রশাসনের লক্ষ্য, এই অঞ্চলে নিয়মিত প্যারাগ্লাইডিং পরিষেবা চালু করার সম্ভাবনা খতিয়ে দেখা।
বর্তমানে সিকিমে প্যারাগ্লাইডিংয়ের কথা উঠলেই গ্যাংটকের নামই সবার আগে আসে। পূর্ব হিমালয়ের কোলে গড়ে ওঠা গ্যাংটক অ্যাডভেঞ্চার স্পোর্টসের অন্যতম জনপ্রিয় ঠিকানা। বালিমান দারা এবং রেশিথাং গ্রাম, দুটি গুরুত্বপূর্ণ টেকঅফ পয়েন্ট দীর্ঘদিন ধরেই এখানে পর্যটকদের আকর্ষণের কেন্দ্র।
তবে গ্যাংটক ছাড়াও নতুন নতুন জায়গা চিহ্নিত করে অ্যাডভেঞ্চার ট্যুরিজমকে ছড়িয়ে দিতে চাইছে সিকিম প্রশাসন। ইতিমধ্যেই উত্তর সিকিমের লাচুংয়ে একটি বেসরকারি সংস্থা প্যারাগ্লাইডিং পরিষেবা চালু করেছে, যার প্রতিক্রিয়া দারুণ।
এই পরিস্থিতিতে থাঙ্গু উপত্যকায় নিয়মিত প্যারাগ্লাইডিং শুরু হলে উত্তর সিকিমে পর্যটকের ভিড় আরও বাড়বে বলেই মনে করছে কর্তৃপক্ষ। বিশেষ করে শীত-গ্রীষ্ম দুই মরসুমেই এই নতুন আকর্ষণ পর্যটন ব্যবসায় বড় পরিবর্তন আনতে পারে।
পাহাড়প্রেমী ও অ্যাডভেঞ্চারপ্রেমী পর্যটকদের কাছে থাঙ্গু এখন নতুন উত্তেজনার কেন্দ্রবিন্দু। যদি সবকিছু পরিকল্পনা মতো এগোয়, খুব শিগগিরই উত্তর সিকিমের আকাশে রঙিন প্যারাগ্লাইডারের সারি দেখা যাবে। আর এই দৃশ্যই সিকিম পর্যটনের পরিচয় বদলে দেবে।
হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্রাভেল ডেভলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল বলেন, পর্যটনের যত বেশি বিকল্প মজুদ থাকবে, তত বেশি করে পর্যটক ওই জোনের প্রতি আকৃষ্ট হবে। পাশাপাশি প্যাকেজ ট্যুরের ক্ষেত্রে এই ধরণের বিনোদন পর্যটকদের মধ্যে প্রভাব বিস্তার করে।