কাশ্মীরে পহেলগাঁওয়ের স্বর্গীয় সৌন্দর্যের স্বাদ সবাই পান না। অনেক সময় ইচ্ছে থাকলেও পকেট সঙ্গ দেয় না। তবে দক্ষিণবঙ্গেই রয়েছে মিনি পহেলগাঁও। ছবি: সুমনা সরকার
সুদূর কাশ্মীর যেতেই হবে না। দক্ষিণবঙ্গের পহেলগাঁও যেতে আপনাকে ঢুঁ মারতে হবে পুরুলিয়া। শীতকালে পুরুলিয়া অনেকেই বেড়াতে যান। ছবি: সুমনা সরকার
আপনিও যদি প্ল্যান করে থাকেন, তাহলে একবার মিনি পহেলগাঁও ঘুরতে যেতে পারেন। ছবি: সুমনা সরকার
মিনি পহেলগাঁও পেতে আপনাকে যেতে হবে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে। ওই পাহাড়ের নীচে রয়েছে টুরগা জলাধার। ছবি: সুমনা সরকার
সেই জলাধার ঘিরে রেখেছে সবুজ। চোখ জুড়িয়ে যায়। পুরুলিয়ার অফবিট জায়গা তো বটেই, পশ্চিমবঙ্গেও অন্যতম অফবিট পর্যটন স্থান। ছবি: সুমনা সরকার
চারদিকে সবুজ পাহাড়। নীল জলাশয়। সেই জলাধার ঘিরে রেখেছে সবুজ। মাঝে আবার সবুজ পাহাড়ের মাঝ দিয়ে নেমে আসছে ঝর্না। ছবি: মধুরিমা দেব
টুরগা জলাধারের প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। আসলে পুরুলিয়া এমন একটি জেলা, যা বর্ষাতেও ভাল লাগে, শীতকালেও আবার বসন্তেও। ছবি: মধুরিমা দেব
দু’ভাবে টুরগা যেতে পারেন। বাঘমুন্ডি শহর থেকে অযোধ্য হিল রোড ধরে পৌঁছতে হয় টুরগা। দূরত্ব মাত্র প্রায় দেড় কিলোমিটার। ছবি: মধুরিমা দেব
আরেকটি রুট হল, হাওড়া থেকে আদ্রা-চক্রধরপুর এক্সপ্রেস ধরে পৌঁছে বরাভূম স্টেশনে নামবেন। সেখান থেকে গাড়ি ভাড়া করে সোজা বাঘমুন্ডিতে। ছবি: মধুরিমা দেব