কমলালেবু বলতেই যে নাম সবার আগে মাথায় আসে তা হল দার্জিলিংয়ের কমলালেবু । দার্জিলিংয়ের কমলালেবু নাম হলেও আসলে দার্জিলিং শহর থেকে অনেকটা দূরে মূলত রবীন্দ্র স্মৃতি বিজড়িত মংপুর কাছে অবস্থিত সিটংয়েই দার্জিলিংয়ের কমলালেবুর অধিকাংশ উৎপন্ন হয়। ছবির মতো সুন্দর সিটংকে অনেকে ইউরোপের সুন্দর টুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে তুলনা করেন।