গান্ধী জয়ন্তীতে কেমন সেজে উঠেছে দার্জিলিংয়ের বাতাসিয়া লুপ। সেখানে চলে গিয়েছে আজ তক বাংলা। ট্রয়টেনের লাইনের পাশেই চলছে বিক্রি-কেনাকাটা। রয়েছে পর্যটকদের ভিড়। পাহাড়ে যাঁরা বেড়াতে যান, তাঁদের কাছে বাতাসিয়া লুপ অন্যতম পছন্দের জায়গা। ভিডিওতে দেখুন আজ সকালের বাতাসিয়া লুপের ছবিটা ঠিক কেমন।