দুর্গাপুজো মানেই বাঙালির স্বাদের রসনাতৃপ্তির সময়। যাবতীয় স্ট্রিট ফুড থেকে রেস্তোরাঁর খাবার, উপচে পড়া ভিড় দেখা যায় সবেতেই। বাঙালির পুজোর খানাপিনা বলতে বিরিয়ানি, এগরোল, মোগলাই যেমন আছে তেমনই আছে চপ কাটলেটও। কলকাতার একাধিক জায়গায় নামজাদা কাটলেট, ফিস ফ্রাইয়ের দোকান আছে। তাই পুজোয় ঘুরতে গিয়ে কোথায় গিয়ে পাবেন খাঁটি, সুস্বাদু চপ-কাটলেট? উত্তর থেকে দক্ষিণে পুজোয় ঘুরতে গিয়ে যেগুলি একবার চেখে দেখতে পারেন।