অনেকেই চুলে ঘি লাগান যাতে চুল ঘন ও নরম হয়। কিন্তু, আপনি কি জানেন মুখেও ঘি লাগানো হয়? আসলে, ঘি এর পুষ্টিগুণ ত্বককে কোমল করার পাশাপাশি দাগ, পিম্পল এবং ডার্ক সার্কেল ইত্যাদি দূর করে। ঘি ভিটামিন এ, ডি, ই এবং কে সমৃদ্ধ। এতে প্রচুর পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডও পাওয়া যায়। জেনে নিন কীভাবে মুখে ঘি লাগানো যায়।