প্রায়শই জিভ, ঠোঁট বা মুখের ঘা খুব কষ্ট দেয়। সাধারণত হজমের সমস্যা বা কোনও রকমে জিভে-ঠোঁটে কেটে যাওয়ার ফলে ওই ক্ষতস্থানে ঘা হয়ে যায়। এই ক্ষত একটা ছোট বিন্দুর মতো দেখতে হলেও এর জন্য খাবার খেতে, কথা বলতেও খুব কষ্ট হয়। ওষুধের পাশাপাশি কিছু ঘরোয়া টোটকার সাহায্য নিলেও এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। চলুন এ বিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক...