আরজি কর হাসপাতালের চিকিৎসককে ধর্ষণ- খুনের ঘটনার জেরে এখনও ধুন্ধুমার শহর- শহরতলি। জেলায় জেলায় চলছে বিক্ষোভ। সুবিচার ও নিরাপত্তার দাবিতে, প্রতিবাদে শামিল হয়েছেন বিভিন্ন সরকারি হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। তাঁদের কর্মবিরতি চলছে এখনও। গর্জে উঠেছে দেশবাসী। এমনকী প্রতিবাদে সরব হয়েছেন প্রবাসীরাও। লক্ষ লক্ষ মানুষের গলায় শোনা যাচ্ছে,'উই ওয়ান্ট জাস্টিস' কিংবা 'জাস্টিস ফর আরজি কর'। অন্ধকারময় সময়ে প্রায় সকলের মনই ভারাক্রান্ত। এই ঘটনার পরে বহু মহিলাদের মধ্যে পুরুষবিদ্বেষী মনোভাব তৈরি হয়েছে। ফলে বহু পুরুষ অপরাধবোধে ভুগছেন। তাকে ভুল বুঝতে পারে কেউ, এই আশাঙ্কায় রয়েছে। সমাজের উপর কতটা প্রভাব পড়ছে? উত্তর দিলেন মনোবিদ অন্বেষা ভট্টাচার্য।