তীব্র গরমে তপ্ত মেদিনী। একফোঁটা বৃষ্টির দেখা নেই। আগামী মাসের প্রথম দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। তবে তা কতটা হবে, বা হলেও দক্ষিণবঙ্গের সমস্ত জেলার হবে কিনা তা নিয়ে রীতিমতো সংশয়ও রয়েছে আবহাওয়াবিদদের মধ্যেই। এদিকে আগামী ২ মে থেকে স্কুলে গরমের ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। কিন্তু বৃষ্টি যদি না হয়, তাহলে এই দাবদাহ থেকে রেহাই কীভাবে মিলবে? অনেকেই মনে করছেন, এই পরিস্থিতিতে শান্তি দিতে পারে একমাত্র হিল স্টেশান। সেক্ষেত্রে বাজেট এবং বাকি সবদিক অনুকূল থাকলে সপ্তাখানেকের জন্য ঘুরে আসতেই পারেন পাহাড়ের কোল থেকে। গরমের ছুটিতে সপরিবারে ঘুরতে যাওয়ার কয়েকটি ডেস্টিনেশনের ঠিকানা দিলাম আমরা।