প্রচলিত একটি ধারণা আছে জোড়া কলা খেলে যমজ সন্তান লাভ হয়। তাই মহিলাদের জোড়া কলা খেতে নিষেধ করেন বাড়ির মা, দিদিমারা। তবে সত্যিই কি এর কোনও বৈজ্ঞানিক কারণ আছে নাকি পুরোপুরিই কুসংস্কার? বিজ্ঞান বলছে অন্য কথা। বিজ্ঞানের মতে এটি কুসংস্কার।