শীতে ভালোমন্দ খাবারের পরিমাণ একটু বেড়ে যায়। এই সময় এদিক-ওদিক ঘোরাঘুরি লেগেই থাকে। সেখানে গিয়ে চলে খাওয়াদাওয়া। এর মধ্যে বড়দিন,নতুন বছরের সেলিব্রেশন, বিয়েবাড়ি করতে করতে খাওয়ার পরিমাণ মেপে নেওয়া যায়?কিন্তু উপায় জানা থাকলে শীতেও দিব্যি ভরপেট কবজি ডুবিয়ে খেয়েও ওজন কমানো যায়। আসুন বিষয়টি বিস্তারিত জেনে নিই।