Advertisement

Mamata Banerjee: এই প্রথম পদত্যাগের প্রস্তাব মমতার, নেপথ্যে কী স্ট্র্যাটেজি?

কলকাতার আরজি কর মেডিক্যালে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় আন্দোলনের ঝাঁজ কমার কোনও লক্ষ্মণই দেখা যাচ্ছে না। এই ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের মনে তীব্র অসন্তোষ দানা বেঁধেছে। যার জেরে অস্বস্তি বাড়ছে বাংলার শাসক শিবিরে। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন দুঁদে রাজনীতিক। হারা ম্যাচ জেতানোর কৌশল তাঁর রপ্ত করা। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলতে উদ্যোগ নেওয়া এবং তারপরে বৈঠকের জন্য ২ ঘণ্টা ধরে অপেক্ষা করা এবং শেষমেশ পদত্যাগের প্রস্তাব যেভাবে দিলেন মমতা, তা একপ্রকার কৌশলই বটে। 

মমতা বন্দ্যোপাধ্যায়।
সংযম কুমার শ্রীবাস্তব
  • কলকাতা,
  • 13 Sep 2024,
  • अपडेटेड 1:14 PM IST
  • ধর্ষণ-খুনের ঘটনায় আন্দোলনের ঝাঁজ কমার কোনও লক্ষ্মণই দেখা যাচ্ছে না।
  • সাধারণ মানুষের মনে তীব্র অসন্তোষ দানা বেঁধেছে।
  • শেষমেশ পদত্যাগের প্রস্তাব যেভাবে দিলেন মমতা, তা একপ্রকার কৌশলই বটে। 

কলকাতার আরজি কর মেডিক্যালে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় আন্দোলনের ঝাঁজ কমার কোনও লক্ষ্মণই দেখা যাচ্ছে না। এই ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের মনে তীব্র অসন্তোষ দানা বেঁধেছে। যার জেরে অস্বস্তি বাড়ছে বাংলার শাসক শিবিরে। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন দুঁদে রাজনীতিক। হারা ম্যাচ জেতানোর কৌশল তাঁর রপ্ত করা। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলতে উদ্যোগ নেওয়া এবং তারপরে বৈঠকের জন্য ২ ঘণ্টা ধরে অপেক্ষা করা এবং শেষমেশ পদত্যাগের প্রস্তাব যেভাবে দিলেন মমতা, তা একপ্রকার কৌশলই বটে।

নবান্নে সাংবাদিক বৈঠকে রাজ্যবাসীর কাছে ক্ষমা চেয়ে মুখ্যমন্ত্রী নিজেও বিচারের দাবি জানিয়েছেন। বলেছেন, 'আমি পদত্যাগ করতে রাজি। মুখ্যমন্ত্রীর চেয়ার চাই না। আমি চাই তিলোত্তমা বিচার পাক, সাধারণ মানুষ বিচার পাক।'

এর আগে, নবান্ন সভাঘরে কনফারেন্স হলের একটি ভিডিও প্রকাশ্যে এসেছিল। যেখানে  মুখ্যমন্ত্রী মমতাকে একা বসে থাকতে দেখা যায়। চার পাশে খালি চেয়ার।  অপেক্ষা করছেন জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকের জন্য। এই চিত্রও এক কৌশল বলা যায়।

চিকিৎসকদের খলনায়ক বানানোর চেষ্টা


কর্মবিরতি চালাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। তাঁদের সঙ্গে কথা বলার অজুহাতে রাজ্যের মুখ্যমন্ত্রী জনগণের সহানুভূতি পাওয়ার এক 'খেলা' শুরু করেছেন। বৃহস্পতিবার সরকারপক্ষের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের বৈঠকে শেষবেলায় ভেস্তে গিয়েছে। ২ ঘণ্টা ধরে অপেক্ষা করেছেন মমতা। কিন্তু শর্ত না মানায় বৈঠকে শেষ পর্যন্ত যোগ দেননি জুনিয়র চিকিৎসকরা। মমতার অপেক্ষা করার মুহূর্তের সেই ভিডিয়ো এবং বৈঠক কক্ষের খালি চেয়ারের দৃশ্য প্রকাশ্যে এসেছে। যা অত্যন্ত অর্থবহ। যেহেতু বিষয়টি বিচারাধীন, তাই জুনিয়র চিকিৎসকদের লাইভ স্ট্রিমিংয়ের শর্ত মানা সম্ভব হয়নি বলে যুক্তি দিয়েছেন মুখ্যমন্ত্রী। বৈঠকে ১৫ জন জুনিয়র চিকিৎসককে থাকার প্রস্তাব দেওয়া হলেও পরে তাঁদের দাবি মেনে ৩২ জনকে অনুমতি দেওয়া হয়। কিন্তু লাইভ স্ট্রিমিংয়ের দাবি পূরণ না হওয়ায় শেষমেশ ভেস্তে যায় বৈঠক। ২ ঘণ্টা অপেক্ষা করে চলে যেতে হয় মমতাকে। আর এই গোটা পর্বে আন্দোলনরত চিকিৎসকদের যেন 'খলনায়ক' হিসাবে তুলে ধরার আপ্রাণ চেষ্টা করল সরকারপক্ষ। 

Advertisement

মমতার শেষ অস্ত্র ভিকটিম কার্ড

যাঁরা মমতার রাজনীতি দেখেছেন, তাঁরা জানেন যে, তাঁর হাতে একটা ব্রহ্মাস্ত্র রয়েছে। সেটি হল ভিকটিম কার্ড। যখনই তিনি মনে করেন যে, সব অস্ত্র ব্যর্থ, তখনই তিনি হাতে তুলে নেন ভিকটিম কার্ড। আর সেই অস্ত্র দিয়েই ঘায়েল করেন প্রতিপক্ষকে। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে এই ভিকটিম কার্ডের অস্ত্র ব্যবহার করেছিলেন মমতা। কেন্দ্রীয় এজেন্সিগুলির অপব্যবহার এবং বাংলাকে টার্গেট করা নিয়ে সরব হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। সেই সময় কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই-এর অভিযানের সময়ও এই অস্ত্র তুলে নিয়েছিলেন মমতা। ধর্মতলায় মেট্রো চ্যানেলে ধর্নায় বসেছিলেন। 

আরজি করকাণ্ডে প্রতিবাদের সুর যেভাবে তীব্র হচ্ছে, এই আবহে এবার সেই ভিকটিম কার্ড অস্ত্র ব্যবহার শুরু করেছেন মমতা। অচলাবস্থার জন্য বাংলার মানুষের কাছে ক্ষমা চেয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, চিকিৎসকদের কাজে ফেরার অনুরোধ জানিয়েছেন। আবার জুনিয়র চিকিৎসকদের উদ্দেশে বলেছেন, 'আমি তাঁদের ক্ষমা করেছি। কারণ তাঁরা খুব ছোট।' 

কেন ব্রহ্মাস্ত্র ব্যবহার করতে হল মমতাকে?

আরজি করকাণ্ডের প্রতিবাদে এমন জনজাগরণ এর আগে বাংলা দেখেছে কি না, তা অনেকেই স্মরণ করতে পারছেন না। যত দিন যাচ্ছে, আন্দোলনের সুর সপ্তমে চড়ছে। শাসকদলের অন্দরেও অসন্তোষ দানা বেঁধেছে। প্রতিবাদের আগুন থামার কোনও লক্ষ্মণ দেখা যাচ্ছে না। এর আগেও মমতা সরকারের বিরুদ্ধে ধর্ষণ মামলা ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠলেও তা ম্যাজিকের মতো সে সব সমস্যার সমাধান হয়েছে। কিন্তু আরজি করে ধর্ষণ মামলায় তাঁরা কী করবেন বুঝে উঠতে পারছেন না তৃণমূল নেতৃত্ব। দলীয় কর্মীদের মধ্যেও অসন্তোষ বাড়ছে। এখনও পর্যন্ত তৃণমূলের অন্তত ৪ জন বড় নেতা বিরোধিতা করেছেন। এত কিছুর মধ্যেও তিনি পদত্যাগের প্রস্তাব দিয়ে তার সবচেয়ে প্রিয় পুলিশ কমিশনারকে বাঁচানোর চেষ্টা করছেন।
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement