প্রায় এক হাজার ফুটেজ নিয়ে হাইকোর্টে যাচ্ছে বিজেপি। তাদের তরফে ভোট বাতিলের দাবি করা হবে। কতগুলি বুথে বাতিলের দাবি জানানো হবে তা এখনও স্পষ্ট নয়। তবে শুভেন্দু অধিকারী জানান, সোমবার বিকেলে দলীয় বৈঠকের পরই সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিন সাংসবাদিকদের শুভেন্দু বলেন, 'ভোটে এত সন্ত্রাসের পর আমরা নির্বাচন কমিশনের অফিসে গিয়েছিলাম। সেখানে দুটো জিনিসকে প্রাধান্য দিতে বলেছিলাম কমিশনকে। রবিবার দুপুরের মধ্যে প্রায় ৬ হাজার বুথের প্রাথমিক তালিকা দিয়েছিলাম কমিশনকে। কিন্তু সেই বুথগুলির মধ্যে একটি কেউ রাখা হয়নি।'
তারপরই রাজ্যে বিরোধী দলনেতা বলেন, 'প্রায় ২০ হাজার বুথে দুর্নীতি হয়েছে। একাধিক জায়গাতে পুলিশ প্রার্থী ও এজেন্টকে মেরেছে। বিডিও মারধর করেছে এজেন্টতে। পিসি ও ভাইপোর তত্ত্বাবধানে হচ্ছে। খুনী মমতার দূত হিসেবে তথ্য আদান-প্রদান করছেন সঞ্জয় বনশল। তিনি প্রধান ক্রিমিনাল।'
হাইকোর্টে যাওয়া প্রসঙ্গে শুভেন্দু বলেন, 'কাল হাইকোর্টে যাব। হাজারের বেশি সিডি হচ্ছে। সেখানে দুর্নীতি-ভোট লুট সব আছে। এই সময়ের মধ্যে এত অল্পই জোগাড় করা সম্ভব হয়েছে। আমাদের লিগ্যাল টিম তৈরি হচ্ছে। তাদের তরফে স্পষ্ট কোর্টে জানানো হবে, যেন ভোট বাতিল করা হয়। এই বিষয়ে বিকেলে বিস্তারিত জানানো হবে।'
ভোটের দিন কোথাও ব্যালট বাক্স জলে ফেলে দেওয়া হয়েছে আবার কোথাও বাক্স নিয়ে চম্পট দওয়ার ছবি সামনে আসছে। তা নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, '২০০ থেকে ২৫০ টি বুথে তৃণমূলের গুন্ডারা ভোট লুট করতে গেছিল। সেই ব্যালট বক্স পুকুরে ফেলে দিয়েছে। আর যেখানে পুকুর নেই, সেখানে জল ঢেলে দিয়েছে। ২০০ থেকে ২৫০ বুথে জনগণ বাধ্য করেছে রিপোল করাতে। আর বাকি যেগুলোতে ভোট হচ্ছে সেগুলোর তালিকা তৈরি করেছে আইপ্যাক।'