Advertisement

Suvendu Adhikari : 'রাজীব সিনহা মমতার পেট ডগ', আক্রমণ শুভেন্দুর; কমিশনের অফিসের সামনে বিক্ষোভও

জেলায় জেলায় বিজেপি প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারছেন না। এই অভিযোগে রাজ্য নির্বাচন কমিশনের দফতরের বাইরে বিক্ষোভ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

শুভেন্দু অধিকারী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Jun 2023,
  • अपडेटेड 6:58 PM IST
  • জেলায় জেলায় বিজেপি প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারছেন না
  • রাজ্য নির্বাচন কমিশনের দফতরের বাইরে বিক্ষোভ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর

জেলায় জেলায় বিজেপি প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারছেন না। এই অভিযোগে রাজ্য নির্বাচন কমিশনের দফতরের বাইরে বিক্ষোভ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সেখানে বিভিন্ন গ্রামগঞ্জ থেকে বিজেপি নেতা-কর্মীরা এসে ইতিমধ্যে জমায়েত শুরু করেছেন। তাঁদের সঙ্গে অবস্থান শুভেন্দু অধিকারীর। তাঁর সাফ বার্তা, যদি মনোনয়ন জমা দিতে না পারেন বিজেপি কর্মীরা, তাহলে কমিশনের অফিসের বাইরে এভাবেই বসে থাকবেন তাঁরা। 

শুধু তাই নয়। কমিশনের দফতরে বিজেপি নেতা-কর্মীরা যাতে ঢুকতে পারে, দড়ি খুলে ব্যারিকেড সরিয়ে দেন শুভেন্দু অধিকারী। তিনি সাংবাদিক বৈঠক করে রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তাঁর মন্তব্য, 'নির্বাচন কমিশনের রাজীব সিনহা একজন পোষ্য।' 

শুভেন্দু অধিকারী রাজ্যের নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে আক্রমণ করে বলেন, 'আমদের ৫ জনের একটি কমিটি আজ নির্বাচন কমিশন অফিসে এসেছিলাম। আইন শৃঙ্খলা নিয়ে কথা বলতে। মহামান্য হাইকোর্ট এই নির্বাচনে হস্তক্ষেপ করেছে। কোর্টের নির্দেশ, রাজ্য সরকারের বলা একাধিক স্পর্শকাতর জেলাতে কেন্দ্রীয় বাহিনী ও অন্য স্পর্শকাতর জায়গাতেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কথা বলেছে। আমরা এঁর সঙ্গে কথা বলে যা বুঝলাম, তাঁদের তরফে কোনও স্পর্শকাতর জেলা ঘোষণা করা হয়নি। তিনি দম্ভের সঙ্গে বলেছেন, তাঁকে হাইকোর্ট স্ট্যাটুটারি পাওয়ার দিয়েছেন। উনি দাম্ভিক এবং নিরপেক্ষ নন।' 

শুভেন্দুর আরও সংযোজন, 'সিভিকদের জন্য পুলিশের ড্রেস কাটানো হচ্ছে। বীরভূমের জেলাপরিষদের সভাধিপতিকে দিয়ে সাড়ে তিন হাজার ড্রেস কাটানো হয়েছে। আমাদের যে সব কর্মীরা আগে জিতেছিলেন, তাঁড়া দাঁড়াতে চাইবেন না বা সেখানে প্রার্থী মিলবে না এটা হতে পারে না। গোটা রাজ্যে ২০ হাজার আসনে কোনও প্রার্থীকে দাঁড় করাতে দিচ্ছে না তৃণমূল। তবে আমরা এর শেষ দেখে ছাড়ব।'

তারপরই শুভেন্দুর সংযোজন, 'কোতলপুর, জয়পুর, ইন্দাস, সন্দেশখালি১, সন্দেশখালি ২, মিনাখাঁ, ভাঙর ১, ভাঙর ২, ক্যানিং ১, ক্যানিং ২, এমন ৫০-এর বেশি ব্লকে লুট করছে গুন্ডারা। আর এই রাজীব সিনহা মমতা ব্যানার্জির একজন পেট ডগ।' দলীয় কর্মীদের তিনি নির্বাচন কমিশনের অফিসের বাইরে বিক্ষোভ দেখানোর পরামর্শও দেন।  

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement