Advertisement

Mamata Banerjee North Bengal Visit: 'রক্তাক্ত' দিনহাটায় মৃত ১, আজ জলপাইগুড়িতে কী বার্তা মমতার?

কোচবিহারে পঞ্চায়েত ভোটের প্রচারের সূচনা করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মমতার সভার পরেই সেই কোচবিহারের দিনহাটায় ঝরল রক্ত। তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী সংঘর্ষে চলে গুলি। ঘটনায় মৃত ১, আহত হন ৬ জন। মৃত ব্যক্তির নাম বাবু হক।

তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Jun 2023,
  • अपडेटेड 10:26 AM IST
  • কোচবিহারে পঞ্চায়েত ভোটের প্রচারের সূচনা করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
  • সোমবার মমতার সভার পরেই সেই কোচবিহারের দিনহাটায় ঝরল রক্ত
  • আজ অর্থাত্‍ মঙ্গলবার জলপাইগুড়িতে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়

Panchayat Election 2023: কোচবিহারে (Cooch Behar) পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) প্রচারের সূচনা করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার মমতার সভার পরেই সেই কোচবিহারের দিনহাটায় ঝরল রক্ত। তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী সংঘর্ষে চলে গুলি। ঘটনায় মৃত ১, আহত হন ৬ জন। মৃত ব্যক্তির নাম বাবু হক। মঙ্গলবার সকালে দিনহাটার গীতালদহ গ্রাম পঞ্চায়েতের জারিধরলায় ঘটনাটি ঘটে। এহেন আবহে আজ অর্থাত্‍ মঙ্গলবার জলপাইগুড়িতে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটে হিংসা নিয়ে তৃণমূলনেত্রী কী বার্তা দেন, সে দিকে তাকিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা। 

অন্যদিকে উত্তরবঙ্গে পাহাড় সফরে রয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালকে কালো পতাকা দেখায় তৃণমূল ছাত্র পরিষদ। বিক্ষোভের পর সাংবাদিক বৈঠকে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, 'বাস্তবে কী চলছে, তাই জানতে এসেছি।'

আজ পঞ্চায়েত ভোটের আগে বেলা ১২টা থেকে জলপাইগুড়িতে সভা রয়েছে মমতার। উত্তরবঙ্গে নড়বড়ে তৃণমূলকে চাঙ্গা করতে একাধিক কর্মসূচী সাজিয়েছে দল। শুধু পঞ্চায়েতই নয়, কার্যত, আগামী লোকসভাকে টার্গেট করেই এগোচ্ছে তৃণমূল। বিশেষত, উত্তরের চা বলয় এখন তাঁদের পাখির চোখ। জলপাইগুড়ির রাজবংশী ভোট এবং মালবাজার-ডুয়ার্সের আদিবাসী ভোটব্যাঙ্কে প্রভাব ফেলাই লক্ষ্য। আজ রাজবংশী অধ্যুষিত ক্রান্তির ভাণ্ডারীর মাঠে সভা করবেন মমতা। এখানেই এর আগে সভা করে গিয়েছেন অভিষেক। 

গতকাল কোচবিহারে বিএসএফকে নিশানা করেন তৃণমূল নেত্রী। দাবি করেন, তাঁর কাছে খবর আছে সীমান্ত এলাকায় ভয় দেখাতে পারে বিএসএফ। এমন কিছু ঘটলে অভিযোগও জানাতে বলেন মমতা। পাশাপাশি আশ্বাস দেন, তৃণমূল স্বজনহারাদের পাশে আছে। ওঠে শীতলকুচি প্রসঙ্গও। তাঁর আরও দাবি, পঞ্চায়েত ভোটে ভয় দেখাতে পারে ওঁরা। এই প্রেক্ষাপটে আজ জলপাইগুড়িতে তাঁর বার্তা কী হতে চলেছে এখন তা-ই দেখার।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement