Advertisement

Abhishek Banerjee on Duare Ration: '৬ মাসের মধ্যে দুয়ারে সরকারের প্রতিনিধি রেশন বাড়ি পৌঁছে দেবে,' প্রতিশ্রুতি অভিষেকের

তৃণমূল নেত্রী পায়ের চোটের কারণে গৃহবন্দি। এই অবস্থায় পঞ্চায়েত প্রচারে এক জেলা থেকে অন্য জেলায় কখনও রোড শো, আবার কখনও জনসভা করে বেড়াচ্ছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার কলনায় জনসভা করলেন তিনি।

ভোটপ্রচারে প্রতিশ্রুতি অভিষেকের
Aajtak Bangla
  • কালনা,
  • 05 Jul 2023,
  • अपडेटेड 3:34 PM IST

তৃণমূল নেত্রী পায়ের চোটের কারণে গৃহবন্দি। এই অবস্থায় পঞ্চায়েত প্রচারে এক জেলা থেকে অন্য জেলায় কখনও রোড শো, আবার কখনও জনসভা করে বেড়াচ্ছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার কলনায় জনসভা করলেন তিনি। পূর্ব বধর্মানের বৈদ্যপুর রামকৃষ্ণ বিদ্যাপীঠের খেলার মাঠে এদিন জনসভা ছিল অভিষেকের। আর সেখান থেকেই বড় প্রতিশ্রুতি দিলেন  তিনি। জানালেন, আগামী  ৬ মাসের মধ্যে দুয়ারে সরকারের প্রতিনিধি গিয়ে বাড়িতে রেশন দেবে। 

 তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড এদিন বলেন, দুয়ারে রেশন প্রকল্প এতদিন আইনি জটিলতায় আটকে ছিল। কিন্তু সেই জটিলতা কেটে গিয়েছে। ফলে গামী ৬ মাসের মধ্যে সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে দুয়ারে সরকারের প্রতিনিধি রেশন পৌঁছে দিয়ে আসবে। বুধবার কালনার বৈদ্যপুরের নির্বাচনী জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘দু’বছর ধরে রেশন ডিলারদের একাংশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট করে যাতে দুয়ারে রেশন প্রকল্প বাস্তবায়িত না হয় আইনি জটিলতায় এই প্রকল্পটা আটকে রেখেছে। আজ থেকে দু-আড়াই মাস আগে সুপ্রিম কোর্টে এই আইনি জটিলতার সমাধান হয়ে গেছে। আমি আপনাদের কথা দিচ্ছি, আগামী ৬ মাসের মধ্যে কোনও জায়গা থেকে নয়, কোনও পাড়ার মোড় থেকে, কোনও গ্রামের চায়ের দোকান থেকে নয়, কোনও ক্লাব থেকে নয়, দুয়ারে সুরকারের প্রতিনিধি আপনার বাড়িতে রেশন পৌঁছে দিয়ে আসবে।’

 পূর্ব বর্ধমানে পঞ্চায়েত ভোটের প্রচারে  নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এবং বিজেপিকেও নিশানা করেন অভিষেক। তৃণমূল সাংসদ  বলেন, 'বিজেপি যদি ভাইরাস হয় তাহলে ভ্যাকসিনের নাম মমতা।' রাজ্যের সব্জির বাজার অগ্নিমূল্য। আলু, পেঁয়াজ, টম্যাটো, আদা থেকে লঙ্কা— ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির জন্য কেন্দ্রের বিজেপি সরকারকে দায়ী করেছেনঅভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব পড়েছে সব্জির বাজারে, সেইসঙ্গে যোগ করেন, 'দাম বেড়ে গেছে জীবনদায়ী ওষুধেরও । প্রতিটি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে।  বিজেপিকে উৎখাত না করলে দেশের ভবিষ্যৎ জলাঞ্জলি দিতে হবে।  বিজেপি ভাইরাস হলে ভ্যাকসিনের নাম তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়।' 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement