গণনা কেন্দ্রের মধ্যে ঢুকে বিরোধী প্রার্থী ও তাঁর এজেন্টদের মারধর করার অভিযোগ উঠল সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলী মৈত্রর বিরুদ্ধে৷ বিরোধী দলের প্রার্থী ও তাঁর এজেন্টকে গণনা কেন্দ্র থেকে বের করে দিয়ে জোর করে পঞ্চায়েতের আসন দখলেরও অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে রাস্তা্ অবরোধ করেন বাম ও বিজেপি কর্মীরা।
বিধায়ক হয়ে কেন গণনা কেন্দ্রের মধ্যে লাভলী মৈত্র ঢুকলেন তা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। বিরোধীদের তোলা অভিযোগ অবশ্য অস্বীকার করেছে তৄণমুল কংগ্রেস৷ বিধায়ক জানান যে তিনি নির্বাচনী এজেন্ট হিসেবে গণনা কেন্দ্রে প্রবেশ করেছিলেন ৷ এছাড়াও বর্তমানে লাঙলবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের ভোটার বলেও জানান বিধায়ক।
বিজেপি প্রার্থী বাসুদেব নস্কর অভিযোগ করে বলেন, 'কালিকাপুর ২ গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থী হচ্ছি আমি। আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং মারধর করা হয়েছে। আমি ভোটে এগিয়েছিলাম। আচমকা লাভলি মৈত্র কিছু গুন্ডা এনে গণনা কেন্দ্রে ঢুকে পড়েন। এরপর আমার এজেন্টকে মারধর করে বের করে দেন। পুলিশকে জানিয়েও কিছু লাভ হয়নি।' একই অভিযোগ করেছেন আরেক বিজেপি প্রার্থী দেবশ্রী মণ্ডলও।
যদিও লাভলি তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, তিনি নির্বাচনী এজেন্ট হিসেবেই গণনা কেন্দ্রে ঢুকেছিলেন। এছাড়াও নিজেকে লাঙলবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের ভোটার বলেও তিনি দাবি করেছেন