Advertisement

West Bengal Panchayat Election 2023: কোচবিহারে ৩১টি বুথে ফের ভোট চাইল তৃণমূল, বিজেপির দাবি গোটা জেলায় পুনঃনির্বাচন 

কোচবিহারের ৩১টি বুথে ফের ভোটের দাবি তুলল শাসকদল তৃণমূল। রবিবার এ নিয়ে তাঁরা ব্লক ভিত্তিক দরখাস্ত জমা দেবেন বলে জানিয়েছেন তৃণমূল জেলা নেতৃত্ব। পাশাপাশি জেলাশাসকের কাছেও ওই ৩১টি বুথের তালিকা পাঠাবেন বলে জানা যাচ্ছে। শনিবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে এই কথা জানিয়েছেন তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক।

ফাইল ছবি।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 09 Jul 2023,
  • अपडेटेड 9:49 AM IST
  • কোচবিহারের ৩১টি বুথে ফের ভোটের দাবি তুলল শাসকদল তৃণমূল।
  • রবিবার এ নিয়ে তাঁরা ব্লক ভিত্তিক দরখাস্ত জমা দেবেন বলে জানিয়েছেন তৃণমূল জেলা নেতৃত্ব।
  • পাশাপাশি জেলাশাসকের কাছেও ওই ৩১টি বুথের তালিকা পাঠাবেন বলে জানা যাচ্ছে।

কোচবিহারের ৩১টি বুথে ফের ভোটের দাবি তুলল শাসকদল তৃণমূল। রবিবার এ নিয়ে তাঁরা ব্লক ভিত্তিক দরখাস্ত জমা দেবেন বলে জানিয়েছেন তৃণমূল জেলা নেতৃত্ব। পাশাপাশি জেলাশাসকের কাছেও ওই ৩১টি বুথের তালিকা পাঠাবেন বলে জানা যাচ্ছে। শনিবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে এই কথা জানিয়েছেন তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক।

পঞ্চায়েতের ভোটের মনোনয়ন পর্ব থেকেই অশান্তি দেখা গিয়েছে কোচবিহারের নানা অংশে। বিশেষত দিনহাটার প্রায় প্রতি দিন বোমাবাজি হয়েছে। প্রাণও গিয়েছে। নির্বাচনের দিন সকাল থেকেও সন্ত্রাসের ‘হটস্পট’ হিসাবে কোচবিহার শিরোনামে ছিল। শুক্রবার রাত থেকে এখনও পর্যন্ত বিজেপি এবং তৃণমূলের তিন জনের মৃত্যু হয়েছে। 

পাশাপাশি কোনও বুথে ছাপ্পা ভোট তো কোথাও ব্যালট পেপার ছিনতাই এবং ব্যালট বাক্স লুট করার মতো অভিযোগ উঠেছে। তাতে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে তৃণমূল এবং বিজেপি। তৃণমূলের অভিযোগ, সকাল থেকেই বিভিন্ন জায়গায় সন্ত্রাস চালিয়েছে গেরুয়া শিবির। শুক্রবার রাত থেকেই বিভিন্ন বুথ তারা ‘জ্যাম’ করে রেখেছিল। পাশাপাশি কোথাও ব্যালট পেপার ছিনতাই এবং ব্যালট বাক্স ভাঙার মতো ঘটনা ঘটিয়েছে বিজেপি। তাই জেলার ৩১টি বুথে পুনরায় নির্বাচন দাবি করছে তৃণমূল।

অন্যদিকে, বিজেপির দাবি, শুধুমাত্র ৩১টি বুথে নয়, আবার নতুন করে নির্বাচন হোক। জেলার সবগুলো বুথেই তৃণমূল ছাপ্পা ভোট দিয়েছে। 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement