মনোনয়নপর্ব থেকে যে হিংসা শুরু হয়েছে, আজ অর্থাত্ শনিবার পঞ্চায়েত ভোটগ্রহণের (Panchayat Election 2023) দিনও তা অব্যাহত। পাহাড় থেকে সমতল, সর্বত্র একাধিক, হিংসা, মৃত্যু, রক্তাক্ত হওয়ার খবর আসছে। আপনার জেলায়, আপনা ঠিক পরিস্থিতি, সব খবর একসঙ্গে পান এখানে।
বুলেটে নয়, ব্যালটে ভোট হোক
রাজ্যপাল সিভি আনন্দ বোস বললেন, বুলেটে নয়। ব্যালটে ভোট হওয়া উচিত।
ভাঙড়ে বিস্ফোরণ, দুই নাবালক গুরুতর আহত
বল ভেবে বোমায় লাথি। ভাঙড়ে বিস্ফোরণে গুরুতর জখম দুই নাবালক। একজনের বয়স ৪ ও অন্যজনের ৬।
পূর্ব বর্ধমানে মৃত ১ সিপিআইএম কর্মী
পূর্ব বর্ধমানের আউসগ্রামে তৃণমূল কংগ্রেস ও সিপিআইএম-এর মধ্যে ব্যাপক সংঘর্ষের বলি ১। মৃত্যু হল রাজিবুল হক নামে এক যুবকের। বয়স ৩২। শুক্রবার গভীর রাতে তাঁকে গুরুতর অবস্থায় এনআরএস-এ স্থানান্তরিত করা হয়। কিন্তু বাঁচানো গেল না। আজ মৃত্যু হল।
কোচবিহারে খুন বিজেপি-র পোলিং এজেন্ট
কোচবিহারে খুন করা বিজেপি কর্মীকে। বিজেপির এক পোলিং এজেন্টকে গুলি করে খুন করা হল। মৃত মাধব বিশ্বাস। বুথে ব্যাপক বোমাবাজি ও গুলি চালানো হয়। এক সিপিআইএম প্রার্থী অনিতা অধিকারী গুরুতর জখম। এই নিয়ে ৬টি মৃত্যু হল শুক্রবার রাত থেকে।
দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে RAF
তৃণমূল কংগ্রেস ও আইএসএফ-এর মধ্যে সংঘর্ষে উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। নামানো হল RAF।
ভোটকেন্দ্রে তালা
হলদিয়ায় ভোট শুরু আগেই ভোটকেন্দ্রে তালা দিয়ে দেওয়া হল। নিরাপত্তার অভাব থাকায় ভোটকেন্দ্রে তালা পড়ল। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পঞ্চায়েত সমিতির দেভোগ এলাকার চাউলখোলা হরিপ্রিয়া প্রাথমিক বিদ্যালয় ভোটগ্রহণ কেন্দ্রে। বিজেপির পক্ষ থেকে ভোট গ্রহণ কেন্দ্রে তালা লাগানো হয়েছে বলে জানা গিয়েছে বলে অভিযোগ।
আরও এক মৃত্যু, এবার মালদা
মালদার মানিকচকে চলছে ব্যাপক বোমাবাজি। বোমার আঘাতে মৃত্যু হল এক তৃণমূল কংগ্রেস নেতার।
কোচবিহারে ব্যালট বাক্স তছনছ
কোচবিহারের সিতাইয়ে ব্যালট বাক্স ভেঙে ফেলল দুষ্কৃতীরা।
এখনও পর্যন্ত ৪ মৃত্যু
মুর্শিদাবাদে গুলিতে মৃত এক তৃণমূলকর্মী।
মুর্শিদাবাদের খড় ছুরিতে কুপিয়ে খুন এক তৃণমূলকর্মীকে।
মুর্শিদাবাদেই রেজিনগরে বোমা বিস্ফোরণে মৃত এক তৃণমূলকর্মী।
কোচবিহারে পোলিং এজেন্টকে গুলি করে খুন।
জলপাইগুড়িতে তৃণমূলপ্রার্থী গুরুতর আহত, দাবি কুণাল ঘোষের
তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ দাবি করলেন, জলপাইগুড়িতে সলবাড়ি দুই গ্রাম পঞ্চায়েতে বিজেপি কর্মীদের হাতে গুরুতর আহত তৃণমূলপ্রার্থী।
খড়গ্রামে খুন তৃণমূলকর্মী
মুর্শিদাবাদের খড়গ্রামের রতনপুরে খুন তৃণমূল কর্মী। মৃতের নাম সদর উদ্দিন শেখ। খড়গ্রামের রতনপুর গ্রামে খুন হয়েছেন ওই তৃণমূল কংগ্রেস কর্মী। এই গ্রামেই শুক্রবার ঘুরে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
কোচবিহারে খুন তৃণমূলনেতা
কোচবিহারের তুফানগঞ্জের রামপুর গ্রামে খুন তৃণমূলের বুথ কমিটির চেয়ারম্যান গণেশ নস্কর। কুপিয়ে খুন করা হয়েছে গণেশকে। আলিপুরদুয়ার হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন।
ব্যালট বাক্স চুরি
পূর্ব মেদিনীপুরের পটাশপুরে ভোট শুরুর আগেই ব্যালট বাক্স চুরি। আলো বন্ধ করে ব্যালট বাক্স চুরি করল দুষ্কৃতীরা। অভিযোগ, তৃণমূলকর্মীরা ভোররাতে ব্যালট বাক্স চুরি করে।