ভাঙড়ে নিজের গ্রামেই হেরেছেন তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা আরাবুল ইসলাম। পোলেরহাট ২ পঞ্চায়েতের ২৪টি আসনের মধ্যে ২৩টিতেই জিতেছে বিরোধী জোট। আইএসএফ ও জমি রক্ষা কমিটির জোটের কাছে হেরেছে শাসক দল। ভাঙড়ে তৃণমূলের অবস্থা খুব একটা ভালো নয়। প্রতিটি গ্রাম পঞ্চায়েতেই কঠিন লড়াই দিয়েছে বিরোধীরা।
ভাঙড়ে আছে ১০টি গ্রাম পঞ্চায়েতের ভোটের ফল কী?
চালতাবেড়িয়া-মোট আসন ৩০। বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল ৯ টি আসনে।
তৃণমূল ৮। আইএসএফ ১২। নির্দল ১।
বামনঘাটা- মোট আসন ১৯। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল ১১ টি আসনে।
তৃণমূল ৮টি, আইএসএফ ০।
বেঁওতা ১- মোট ১৫টি আসন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের জয় ৮টি আসনে।
তৃণমূল ৭টি। আইএসএফ ০।
শানপুকুর-মোট ৩০ টি আসন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল ১৪ টি আসনে।
তৃণমূল ৪। আইএসএফ ১২।
পোলেরহাট ১- মোট আসন ১৮টি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল ৮টি আসনে জয়ী। তৃণমূল ৩। আইএসএফ ৭।
পোলেরহাট ২- মোট আসন ২৪। জমি কমিটি জয়ী ২৩টি আসনে। তৃণমূল ১ আসনে জয়ী।
ভোগালী ১- মোট আসন ১৮টি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল ১০টি আসনে।
তৃণমূল ৪। আইএসএফ ৪।
ভোগালী ২- মোট আসন ১৮। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল জয়ী ১২ টি আসনে।
তৃণমূল ৩। আইএসএফ ৩।
ভগবানপুর- মোট আসন ২৮। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের জয় ১০টি আসনে।
তৃণমূল ১৪। আইএসএফ ৪।
পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকে অশান্তি ছড়িয়েছিল ভাঙড়ে। মনোনয়নপত্র পেশ করার দিন তৃণমূল ও আইএসএফের সংঘর্ষে উত্তপ্ত হয় গোটা এলাকা। বোমাবাজি, মারধরের মতো ঘটনা ঘটেছে। মৃত্যু হয় আইএসএফ কর্মী মইনুদ্দিন মোল্লার। মারা যান বামনঘাটার তৃণমূল কর্মী রাজু নস্করও।