বীরভূম জেলার কুশুম্বা গ্রাম পঞ্চায়েত সমিতিতে এবারের তৃণমূল প্রার্থী ছিলেন পম্পা মুখার্জি। এই পম্পা মুখার্জি হলেন অভিষেক বন্দ্যোপ্যাধায়ের মামি। আর তার বিপরীতে বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন- সুদেষ্ণা মুখার্জি। ভোটের ফলাফল বেরতেই দেখা যায় যে- বিজেপি প্রার্থী সুদেষ্ণা মুখার্জির কাছে 36 ভোটে হেরে যান অভিষেক বন্দ্যোপ্যাধায় মামি পম্পা মুখার্জি। আর তাতেই শোরগোল পরে গিয়েছে এলাকায়। কারণ ভোট কাউন্টিং-এর সময় দেখা গিয়েছিল যে পম্পা মুখার্জি বিজেপি প্রার্থী সুদেষ্ণা মুখার্জির থেকে 6 ভোটে এগিয়ে ছিলেন। তবে রিকাউন্টিং-এর পর তা একেবারে উল্টে যায়। মানে 6 ভোটে এগনোর পিছনে 36 ভোটে হেরে গিয়েছেন পম্পা মুখার্জি। আর এই ঘটনার পর বিজেপি কর্মীরা ফেসবুকে পোস্ট করতে শুরু করেছে- দখল হলো মামার বাড়ি, এবার নেবো কালীঘাট।