দোড়গরায় পঞ্চায়েত ভোট। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন- যে জঙ্গলমহল হাসছে। সেখানে আর কোনো সমস্যা নেই। কিন্তু জঙ্গলমহলে সম্পূর্ণ একটা উল্টো ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। লক্ষ লক্ষ টাকা খরচ করে বসানো হয়েছে উন্নত প্রযুক্তিতে মুসুর ডাল কীভাবে চাষ করতে হবে তার প্রদর্শনী ক্ষেত্রের একটা ফলক। কিন্তু এলাকার লোকজন বলছেন যে এই ফলক দিনের আলোতে নয়, রাতের অন্ধকারে কেউ বসিয়ে দিয়ে গেছেন। কিন্তু আদতে এই ধরনের কোনো চাষের চিহ্ন মাত্র নেই। তাহলে কি এই প্রকল্পের টাকা আত্মসাৎ করেছে শাসক দলের নেতারা? পঞ্চায়েতের আগে ফের কি নিজেদের পকেট গরম করতে নেমে পরেছে প্রশ্ন উঠছে দিকে দিকে।