কান্না জড়ানো গলায় এই কথাগুলি বলছিলেন বীরভূমের ময়ূরেশ্বর পঞ্চায়েতের রাজচন্দ্রপুর গ্রামের 147 নং বুথের প্রিসাইডিং অফিসার রঙ্গনা সেন। চোখের সামনে ভোট ‘লুঠ’, ভয়াবহ সেই দৃশ্যের কথা মনে করে ক্ষণে ক্ষণে কেঁদে উঠছেন তিনি। তাঁর মতে সকাল এগারোটা পর্যন্ত ঠিকমতোই ভোটগ্রহণ চলে। কিন্তু এরপরই বদলে যায় পরিস্থিতি। মুখে সাদা কাপড় বাঁধা অবস্থায় একদল লোক এসে ব্যালট বাক্স লুঠ করে নিয়ে যায়। বেলা এগারোটা পর্যন্ত কত ভোট হয়েছে সেই তথ্য কমিশনে এসএমএস পাঠানোর আগেই এই ঘটনা ঘটে। বিডিও কে গোটা ঘটনা জানানো পর তিনি জানান ফোর্স আসছে। কিন্তু আতঙ্কে তাঁরা আর ভোটগ্রহণ করতে রাজি নিন। ওই ভোটগ্রহণ কেন্দ্রের আরেক ভোটকর্মী আনন্দা চৌধুরী জানান, তাঁর সামনেই লুঠ হয়ে গেল ব্যালট বাক্স। কিছুই করতে পারলেন না। কোনও কেন্দ্রীয় বাহিনী ছিল না বলেই জানাচ্ছেন তিনি।