ভোটের দিন নিজের ভোট এলাকার বাইরে যেতে পারবেন না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এনিয়ে শুভেন্দু অধিকারীকে জরুরি ভিত্তিতে নোটিস জারি করেছে জেলা পুলিশ প্রশাসন। কাঁথি থানার ইন্সপেক্টর ইনচার্জ অমলেন্দু বিশ্বাস এই মর্মে সেই নোটিস দেন শুভেন্দু অধিকারীকে। কিন্তু এই নোটিসের ফলে স্বাভাবিকভাবেই আশঙ্কা দেখা দিয়েছে BJP কর্মী-সমর্থকদের মধ্যে। ভোটের দিন বুথে বুথে চৌকিদার হিসেবে কীভাবে থাকবেন শুভেন্দু? নন্দীগ্রামের নন্দনায়ক বাড় বুথে সকাল সকাল ভোট দিয়ে তারপর তিনি এলাকায় থাকবেন বলে ইতিমধ্যেই BJP কর্মী সমর্থক ও ভোটারদের আশ্বস্ত করেছেন শুভেন্দু। পুলিশ প্রশাসনের তরফে শুভেন্দু অধিকারীকে পাঠানো এই নোটিস ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। তৈরি হয়েছে রাজনৈতিক চাপানউতোরও।