Advertisement

Revenge Mentality Zodiacs: বদলা নিয়েই ছাড়েন, এই ৫ রাশির মানুষ অন্যায় ভোলেন না

Revenge Mentality Zodiacs: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, প্রত্যেক রাশির নিজস্ব চারিত্রিক বৈশিষ্ট্য ও দোষ-গুণ থাকে। কিছু রাশির জাতকদের মধ্যে প্রতিশোধস্পৃহা অন্যদের তুলনায় অপেক্ষাকৃত বেশি থাকে। একবার তাঁদের সঙ্গে কোনও অন্যায় হলে, সেটা কিছুতেই ভুলতে পারেন না ৫ রাশির জাতক জাতিকারা।

বদলা নিয়েই ছাড়েন এই রাশির মানুষরা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Apr 2024,
  • अपडेटेड 10:44 PM IST
  • জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, প্রত্যেক রাশির নিজস্ব চারিত্রিক বৈশিষ্ট্য ও দোষ-গুণ থাকে। কিছু রাশির জাতকদের মধ্যে প্রতিশোধস্পৃহা অন্যদের তুলনায় অপেক্ষাকৃত বেশি থাকে।
  • একবার তাঁদের সঙ্গে কোনও অন্যায় হলে, সেটা কিছুতেই ভুলতে পারেন না ৫ রাশির জাতক জাতিকারা।
  • এই ৫ রাশির মানুষরা তাঁদের সঙ্গে হওয়া অন্যায়টা ভোলেন না। আর নিজের সাফল্য, লড়াইয়ের মাধ্যমেই একদিন না একদিন প্রতিশোধ নিয়েই ছাড়েন।

Revenge Mentality Zodiacs: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, প্রত্যেক রাশির নিজস্ব চারিত্রিক বৈশিষ্ট্য ও দোষ-গুণ থাকে। কিছু রাশির জাতকদের মধ্যে প্রতিশোধস্পৃহা অন্যদের তুলনায় অপেক্ষাকৃত বেশি থাকে। একবার তাঁদের সঙ্গে কোনও অন্যায় হলে, সেটা কিছুতেই ভুলতে পারেন না ৫ রাশির জাতক জাতিকারা। তার মানে এই নয় যে কেউ অপমান করলে এঁরা তার পাল্টা অপমান করেন। আসলে, এই ৫ রাশির মানুষরা তাঁদের সঙ্গে হওয়া অন্যায়টা ভোলেন না। আর নিজের সাফল্য, লড়াইয়ের মাধ্যমেই একদিন না একদিন প্রতিশোধ নিয়েই ছাড়েন। তবে কিছুক্ষেত্রে এই প্রতিশোধস্পৃহা তাঁদের ব্যক্তিগত ও পেশাদার জীবনে প্রভাব ফেলতে পারে।

কোন রাশির জাতকদের মধ্যে প্রতিশোধস্পৃহা বেশি থাকে?

  • বৃশ্চিক: বৃশ্চিক রাশির জাতকরা তীব্র আবেগী ও রহস্যময় হিসেবে পরিচিত। তাদের প্রতিশোধস্পৃহাও তীব্র হয়। যদি কেউ তাদের ভুল করে বা তাদের আঘাত করে, তবে তারা সহজে ক্ষমা করে না। দীর্ঘদিন ধরে প্রতিশোধের পরিকল্পনা করে থাকে এবং সুযোগ পেলে নিশ্চয়ই তা বাস্তবায়ন করে।
     
  • কর্কট: কর্কট রাশির জাতকরা অত্যন্ত আবেগপ্রবণ ও সংবেদনশীল হয়। যদি তাদের প্রিয়জনদের ক্ষতি করা হয়, তবে তারা তীব্রভাবে আঘাত পায় এবং প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে। তবে, তাদের প্রতিশোধ সরাসরি নাও হতে পারে। তারা পরোক্ষভাবে, মানসিকভাবে প্রতিপক্ষকে কষ্ট দিতে চায়।
     
  • সিংহ: সিংহ রাশির জাতকরা অহঙ্কারী ও আত্মবিশ্বাসী হয়। তাদের সম্মানের কোন ঘাটতি সহ্য করা হয় না। যদি কেউ তাদের অপমান করে, তবে তারা তা সহজে মেনে নিতে পারে না। প্রতিশোধের মাধ্যমে তারা নিজেদের শক্তি ও প্রভাব প্রমাণ করতে চায়।
     
  • মেষ: মেষ রাশির জাতকরা উদ্যমী ও সাহসী হয়। তাদের ধৈর্য্যের অভাব থাকে। যদি কেউ তাদের অন্যায় করে, তবে তারা দ্রুত প্রতিশোধ নিতে চায়। তাদের প্রতিশোধ তীব্র ও স্পষ্ট হতে পারে।
     
  • বৃষ: বৃষ রাশির জাতকরা ধৈর্য্যশীল ও স্থিরপ্রজ্ঞ হয়। তবে, তাদের রাগ উগ্র হতে পারে। যদি কেউ তাদের প্রতি বিশ্বাসঘাতকতা করে, তবে তারা ক্ষমা করতে পারে না। দীর্ঘদিন ধরে প্রতিশোধের পরিকল্পনা করে থাকে এবং সুযোগ পেলে নিশ্চয়ই তা বাস্তবায়ন করে।

প্রতিশোধস্পৃহার প্রভাব

Advertisement

প্রতিশোধস্পৃহা যে কোনও ব্যক্তির ব্যক্তিগত ও পেশাদার জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

  • মানসিক চাপ: প্রতিশোধের চিন্তাভাবনা মানসিক চাপের কারণ হতে পারে।
  • সম্পর্কে অবনতি: প্রতিশোধের চেষ্টায় ব্যক্তি বন্ধু, পরিবার ও সহকর্মীর সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে।

প্রতিশোধের বিকল্প

জ্যোতিষশাস্ত্র কেবলমাত্র কারও প্রবণতা বলতে পারে। সম্ভাবনাও বলা যায়। কিন্তু এর সুরাহা থাকে আপনারই হাতে। তাই প্রতিশোধের পথে না হেঁটে, নিজের মধ্যে ক্ষমার মনোভাব গড়ে তুলতে হবে। 

  • ক্ষমা: ক্ষমা করা কখনই সহজ নয়। কিন্তু ক্ষমা করতে পারলে দেখবেন, মনের মধ্যে একটা শান্তি আসে। ক্ষমা না করলে ক্ষোভ আর ক্ষেদ মনে জমা হয়ে থাকে। এটি মানসিক স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলে।

  • যোগাযোগ: অনেক সময় ভুল বোঝাবুঝির কারণে সমস্যা তৈরি হয়। কথাবার্তার মাধ্যমে ভুল বুঝি দূর করে সমস্যা মেটানো যায়।

  • আইনি পদক্ষেপ: যদি কোন অন্যায়ের শিকার হন, আইনি পদক্ষেপ নেওয়া যেতে পারে। আইনই সঠিক বিচার দেবে সেই বিশ্বাস রাখাটা জরুরি।

  • আত্মমর্যাদা বজায় রাখা: নিজের আত্মমর্যাদা রক্ষা করতে হবে। প্রতিশোধের পথে না গিয়ে নিজের সাফল্যের মাধ্যমে প্রতিপক্ষকে উত্তর দেওয়া যায়।

 দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement