Advertisement

Rashifal Zodiac Vipareet Rajyoga: পঞ্চাশ বছর পর তৈরি বিশেষ যোগ, ৩ রাশিকে সাফল্য-অর্থ দিয়ে যাবে

Rashifal Zidiac vipareet Rajyoga: তৃতীয় অষ্টম এবং দ্বাদশ স্থানের অধিপতি কোনও গ্রহ যদি নিজের কক্ষের পরিবর্তে তৃতীয় ষষ্ঠ, অষ্টম ও দ্বাদশ কক্ষে যেকোন একটির মধ্যে বিরাজ করে। সেই সঙ্গে যেকোন একটি পাপী গ্রহ সেখানে অবস্থান করে তখনই গঠিত হয় 'বিপরীত রাজযোগ'। এবার বিপরীত রাজযোগে তিন রাশির স্বর্নযুগ শুরু হতে চলেছে।

পঞ্চাশ বছর পর তৈরি বিশেষ যোগ, ৩ রাশিকে সাফল্য-অর্থ দিয়ে যাবেপঞ্চাশ বছর পর তৈরি বিশেষ যোগ, ৩ রাশিকে সাফল্য-অর্থ দিয়ে যাবে
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 27 Mar 2023,
  • अपडेटेड 7:29 PM IST
  • পঞ্চাশ বছর পর তৈরি বিশেষ যোগ
  • ৩ রাশিকে সাফল্য-অর্থ দিয়ে যাবে
  • বিপরীত রাজযোগ তৈরি হতেই কিছু রাশির লাভ

Rashifal Zodiac Vipareet Rajyoga: ৫০ বছর পর তৈরি হচ্ছে 'বিপরীত রাজযোগ'। এই যোগের শুভ প্রভাব কাদের ওপর পড়বে জানেন? জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহই নির্দিষ্ট সময় মতো তাদের ঘর পরিবর্তন করে বারো রাশির উপরে বিশেষ প্রভাব ফেলে। সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে আবার কারোর জন্য নেতিবাচকও হতে পারে। সেই সময় তারা শুভ ও অশুভ নানান যোগ তৈরি করে। গঠিত হয় বিপরীত রাজযোগ জ্যোতিষশাস্ত্রে বলা হয়। তৈরি হচ্ছে ‘বিপরীত রাজযোগ’ এই যোগ। কিন্তু এই যোগ অত্যন্ত শুভ। এই যোগের প্রভাব পড়ে সকল রাশির ব্যক্তিদের উপরে। বিপরীত রাজযোগ সাধারণত তিন প্রকারের হয়, কঠিন বিপরীত রাজযোগ, সরল বিপরীত রাজযোগ ও বিমন বিপরীত রাজযোগ।

মেষ (Aries)

আরও পড়ুন

রাশি বিপরীত রাজযোগের শুভ প্রভাব পড়বে মেষ রাশির জাতক জাতিকাদের উপর। কারণ আপনার দ্বাদশ ঘরে বৃহস্পতি সূর্য ও বুধের সঙ্গে মিলিত হবে এবং তৃতীয় ঘরে একাই থাকবে বুধ। এই কারণে শনি ও রাহু পাপকর্তরী যোগে আটকে রয়েছে। এসময় আপনি হঠাৎ করে পুরনো অর্থ ফিরে পেতে পারেন। প্রতিযোগিতামূলক পরীক্ষা দিলে সেখান থেকে সাফল্য অর্জন করতে পারেন, শিক্ষার্থীদের জন্য শুভ সময় শুরু।

সিংহ (Leo)

বিপরীত রাজযোগের শুভ প্রভাব পড়বে সিংহ রাশির ব্যক্তিদের উপর। এই সময় আপনার রাশির অধিপতি বৃহস্পতি, আপনার অষ্টম ঘরে থাকবে সে এবং তৃতীয় ঘরে থাকবে শুক্র। তাই এসময় সিংহ রাশির ব্যক্তিদের জীবনে সাফল্য নিশ্চিত হবে। আপনি যদি বেসরকারি চাকরিতে কর্মরত হন তাহলে আপনার জীবনে সাফল্য নিশ্চিত। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সঙ্গিনীকে নিয়ে আপনার দাম্পত্য জীবন সুখ বজায় থাকবে।

তুলা (Libra)

বিপরীত রাজযোগের শুভ প্রভাব পড়বে তুলা রাশির ব্যক্তিদের ওপর। শুভ সময় শুরু এই রাশির ব্যক্তিদের। এই সময় আপনার দ্বিতীয় কক্ষের অধিপতি বৃহস্পতি ষষ্ঠ স্থানে থাকবে। তাই এসময় আপনার আটকে থাকা কোনও টাকা আপনি পেয়ে যেতে পারেন। যে সকল ব্যক্তি ব্যবসা করছেন তাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। মকর রাশি বিপরীত রাজযোগের শুভ প্রভাব পড়বে

Advertisement

মকর (Capricorn)

রাশির ব্যক্তিদের ওপর। বর্তমানে বৃহস্পতি, বুধ, সূর্য, আপনার তৃতীয় ঘরে প্রবেশ করবে, সেই সঙ্গে এই রাশিতে তৈরি হবে নীচভঙ্গ, বিপরীত ও ধন রাজযোগ। তাই এই সময়ে আপনার জীবনে সাফল্য নিশ্চিত হবে। কেরিয়ারে আপনার অনেক উন্নতি হবে।

 

Read more!
Advertisement
Advertisement