Advertisement

Astrologycal Tips For Marriage: দাম্পত্যে কলহ দূর করতে করুন এই উপায়, মধুর হবে সম্পর্ক

Astrologycal Tips For Marriage: জ্যোতিষ অনুযায়ী কোনও জাতকের কোষ্ঠিতে বৃহস্পতি সঠিক পরিস্থিতিতে না-থাকলে, এর ফলে দাম্পত্য জীবনে অশুভ প্রভাব পড়তে শুরু করে। বিয়ের জন্য অবিবাহিত জাতকদের কোষ্ঠিতে বৃহস্পতির পরিস্থিতি অনুকূল থাকা অত্যন্ত আবশ্যক।

জ্যোতিষ টিপস বিবাহিত জীবনের জন্য
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Jul 2023,
  • अपडेटेड 8:39 PM IST
  • জ্যোতিষ অনুযায়ী কোনও জাতকের কোষ্ঠিতে বৃহস্পতি সঠিক পরিস্থিতিতে না-থাকলে, এর ফলে দাম্পত্য জীবনে অশুভ প্রভাব পড়তে শুরু করে। বিয়ের জন্য অবিবাহিত জাতকদের কোষ্ঠিতে বৃহস্পতির পরিস্থিতি অনুকূল থাকা অত্যন্ত আবশ্যক।

জ্যোতিষ অনুযায়ী কোনও জাতকের কোষ্ঠিতে বৃহস্পতি সঠিক পরিস্থিতিতে না-থাকলে, এর ফলে দাম্পত্য জীবনে অশুভ প্রভাব পড়তে শুরু করে। বিয়ের জন্য অবিবাহিত জাতকদের কোষ্ঠিতে বৃহস্পতির পরিস্থিতি অনুকূল থাকা অত্যন্ত আবশ্যক। কোষ্ঠিতে বৃহস্পতি অশুভ ফল দিলে বিবাহে বিলম্ব হতে পারে। এমনকি একাধিক বাধাও দেখা দেয়। জ্যোতিষ শাস্ত্রের পাশাপাশি ধর্মীয় শাস্ত্রেও বিবাহ বন্ধনকে মজবুত করার জন্য বৃহস্পতির পুজো করার বিধান দেওয়া হয়েছে। বিবাহে বিলম্ব অথবা দাম্পত্য জীবনে অবসাদ ও সমস্যা থাকলে দেবগুরু বৃহস্পতির সঙ্গে সম্পর্কযুক্ত কিছু উপায় করলে দাম্পত্য সুখ বজায় থাকে। এমনকি অবিবাহিতদের বিয়ের পথের কাঁটাও দূর হয়।

মনোমালিন্য দূর করার জন্য করুন এই উপায়
স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য দূর করতে বৃহস্পতিবার ঠাকুর ঘরে হলুদ রঙের আসন পেতে তাতে বৃহস্পতিদেবের প্রতিমা বা ছবি রাখুন। এতে গঙ্গাজল ছিটিয়ে, স্বামী-স্ত্রী এক সঙ্গে পুজো করুন। উল্লেখ্য, স্বামী-স্ত্রী দুজনই হলুদ কাপড় পরে পুজোয় বসুন। এবার সবার আগে বৃহস্পতির সামনে শুদ্ধ দেশী ঘিয়ের প্রদীপ জ্বালুন। হলুদ রঙের সামগ্রী পুজোয় ব্যবহার করুন, হলুদ, ছোলার ডাল, হলুদ মিষ্টি রাখুন। পুজো শেষে সুখী দাম্পত্য জীবনের জন্য প্রার্থনা করুন। আবার স্বামী-স্ত্রীর মধ্যে অত্যধিক বিবাদ থাকলে পুজোর সময় লাল সুতো বা মৌলী সুতো অর্পণ করুন। পুজোর শেষে সেই মৌলী সুতো স্বামী-স্ত্রী দুজনেই নিজের ডান হাতে বেঁধে নিন। এর ফলে বিবাদ কমবে ও সম্পর্ক মধুর হবে।

তিক্ততা দূর করতে উপবাস রাখুন
স্বামী ও স্ত্রীর মধ্যে তিক্ততা বেড়ে গেলে এবং তার সমাধানের কোনও পথ উন্মুক্ত না-থাকলে ১১, ২১ বা ৫১ বৃহস্পতিবার নিয়মিত উপবাস রাখুন। এ সময় বিষ্ণু ও কলাগাছের পুজো করুন। বৃহস্পতিদেবের ব্রতকথা পড়া বা শোনা উচিত। মনে করা হয় এর ফলে বৃহস্পতি প্রসন্ন হন এবং সুখী দাম্পত্য জীবনের আশীর্বাদ দেন।

Advertisement

বৃহস্পতি মজবুত করুন এই ভাবে
কোষ্ঠিতে বৃহস্পতি মজবুত করার জন্য ছোলার ডাল ও ভেজানো মুনক্কার নৈবেদ্য নিবেদন করুন। এর ফলে কোষ্ঠিতে বৃহস্পতির শুভ প্রভাব বৃদ্ধি পাবে। এ ছাড়াও বৃহস্পতিবার কোনও ব্রাহ্মণকে হলুদ বস্ত্র, হলুদ খাবার দান করা উচিত। মনে করা হয় এর প্রভাবে দাম্পত্য জীবনে স্থায়িত্ব থাকে।

বিয়ের সম্পর্ক বার বার ভাঙলে কী করবেন
কোনও জাতকের বিবাহ সম্পর্ক বার বার ভেঙে গেলে বৃহস্পতিবার কলা বা অশ্বত্থ গাছে জল অর্পণ করা উচিত। মনে করা হয় এর ফলে বিবাহে বাধা দূর হবে।

শুক্রবার করুন এই উপায়
শুক্রবার বিষ্ণু ও লক্ষ্মীকে রসালো মিষ্টির ভোগ নিবেদন করুন। প্রসাদ হিসেবে স্বামী ও স্ত্রী দুজনেই সেই মিষ্টি খান। এর ফলে দাম্পত্য জীবনে মাধুর্য 

TAGS:
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement