Advertisement

December Lucky Rashi: বুদ্ধির দাতা বুধ এবার মাথা তুলবে, ডিসেম্বরে গাড়ি-বাড়ি সব পাবে ৩ রাশি

December Lucky Rashi: বুদ্ধির দাতা বুধ নিশ্চিত সময়ের মধ্যে রাশি পরিবর্তন করতে চলেছেন। যার প্রভাব প্রত্যেক রাশিদের ওপর পড়তে চলেছে। বুধ কথা, তর্ক-বিতর্ক, কৌশল, চিন্তা-ভাবনা ও ব্যবসার দাতা হিসাবে মনে করা হয়। এরকম অবস্থায় এই গ্রহের রাশি পরিবর্তনের প্রভাব প্রত্যেক রাশির জীবনের ওপর পড়তে দেখা যায়। জেনে রাখুন, বুধের পরিস্থিতিতেও বদল দেখা দেয়।

বুধের উদয়ে লাকি ৩ রাশি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Dec 2024,
  • अपडेटेड 3:11 PM IST
  • বুদ্ধির দাতা বুধ নিশ্চিত সময়ের মধ্যে রাশি পরিবর্তন করতে চলেছেন।

বুদ্ধির দাতা বুধ নিশ্চিত সময়ের মধ্যে রাশি পরিবর্তন করতে চলেছেন। যার প্রভাব প্রত্যেক রাশিদের ওপর পড়তে চলেছে। বুধ কথা, তর্ক-বিতর্ক, কৌশল, চিন্তা-ভাবনা ও ব্যবসার দাতা হিসাবে মনে করা হয়। এরকম অবস্থায় এই গ্রহের রাশি পরিবর্তনের প্রভাব প্রত্যেক রাশির জীবনের ওপর পড়তে দেখা যায়। জেনে রাখুন, বুধের পরিস্থিতিতেও বদল দেখা দেয়। এই সময় বুধ বৃশ্চিক রাশিতে বিরাজ করছে আর নভেম্বর মাসের শেষ পর্যন্ত এই রাশিতেই অস্ত হয়েছে। ১৩ দিন পর্যন্ত অস্ত অবস্থায় থাকার পর বুধ এখন উদিত হয়ে গিয়েছে। তাই তার প্রভাব সব রাশিদের ওপরই পড়তে দেখা যায়। বুধের উদিত হওয়ার ফলে কিছু রাশির ভাগ্য চমকাতে চলেছে। পঞ্চাঙ্গ অনুসারে, ১২ ডিসেম্বর ভোর ৬টা ১২ মিনিটে বুধ উদিত হবে। 

তুলা রাশি
তুলা রাশির জাতকদের জন্য বুধের উদয় লাভদায়ক প্রমাণিত হবে। আকস্মিক অর্থলাভের যোগ তৈরি হবে। এর সঙ্গে আপনার আটকে থাকা সব কাজ পূরণ হবে। প্রত্যেক ক্ষেত্রে সফলতার সঙ্গে অনেক অর্থলাভও হবে। জীবনে দীর্ঘ সময় ধরে চলা সমস্যা সমাপ্ত হবে। আর্থ উপার্জনের অনেক রাস্তা খুলে যাবে। এর সঙ্গে একাগ্রতা ও বুদ্ধির ক্ষমতা বাড়বে। আপনি সকল ক্ষেত্রে সফল হবেন। অনেক লাভ হতে চলেছে। আপনার রণ কৌশল আপনার কাজ ও ব্যবসায় কাজে লাগবে। বুধের কৃপায় আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। অর্থ সঞ্চয় করতে সফল হবেন। 

সিংহ রাশি
বুধ এই রাশিদের জন্য অনেক আনন্দ ও সুখ নিয়ে আসবে। ভৌতিক সুখ প্রাপ্ত হবে। অর্থ উপার্জনের অনেক রাস্তা খুলে যাবে। লম্বা কোনও সফরে যেতে পারেন। এতে লাভবান হবেন। মায়ের সঙ্গে সম্পর্ক আরও ভাল হবে। ব্যবসায় লাভের যোগ রয়েছে। বাড়িতে খুশির আবহ থাকবে। ব্যবসায় লাভ হবে। আপনি অনেক অর্থ লাভ করবেন। আকস্মিক অর্থলাভ হবে। পড়ুয়াদের জন্য এই সময়কাল ভাল। জীবনসঙ্গীর সঙ্গে ভাল সময় কাটাবেন। 

Advertisement

বৃশ্চিক রাশি
এই রাশিদের জীবনে চলা সব সমস্যা এবার শেষ হতে চলেছে। সুখ-সুবিধা বাড়বে বই কমবে না। সম্পত্তি কেনার স্বপ্ন পূর্ণ হবে। অর্থ সঞ্চয় করতেও সফল হবেন। চাকরিতে নতুন সুযোগ পাবেন। ব্যবসায় অনেক লাভ হতে চলেছে। প্রতিদ্বন্দ্বীদের টক্কর দেবেন। আর্থিক পরিস্থিতি খুব ভাল থাকবে। নতুন কিছুতে বিনিয়োগ করতে পারেন। প্রেমের জীবন অন্যরকম হবে।  

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement