অগাস্ট মাসের শেষ দিকেই জন্মাষ্টমী। তাই জ্যোতিষশাস্ত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে অগাস্ট মাস। বিভিন্ন গ্রহের রাশি পরিবর্তনে তৈরি হতে চলেছেএকাধিক যোগ। এই বছর ২৬ অগাস্ট জন্মাষ্টমী পালন করা হবে। জন্মাষ্টমী কোন কোন রাশির জাতক জাতিকাদের জন্য শুভ হতে চলেছে, জেনে নিন। ২৬ অগাস্ট মঙ্গল মিথুন রাশিতে যাত্রা করছে। মিথুন রাশিতে মঙ্গল ৪৫ দিন অবস্থান করবেন। এই রাশি পরিবর্তনের সরাসরি পড়তে চলেছে ১২ রাশির উপর। ৪৫ দিন পর অর্থাত্ ২০ অক্টোবর মিথুন রাশি থেকে বেরিয়ে কর্কট রাশিতে প্রবেশ করতে চলেছেন মঙ্গল। মঙ্গলকে গ্রহের সেনাপতি বলা হয়। তাই মঙ্গল গ্রহের এই গোচরের প্রভাবে সৌভাগ্য ফিরতে চলেছে ৫ রাশির।
মেষ রাশি
মেষ রাশিতেই প্রবেশ হবে মঙ্গলের। ফলে মেষ রাশির জাতক জাতিকাদের সৌভাগ্য ফিরবে। সাহস বৃদ্ধি পাবে। পরিবারের সঙ্গেও ভাল সময় কাটবে। আর্থিক দিক থেকেও সময় ভাল। দাম্পত্য জীবনও দারুণ যাবে।
বৃষ রাশি
জন্মাষ্টমীর শুভ সময়ে কপাল খুলবে বৃষ রাশির জাতক জাতিকাদের। আয়ের উত্স বাড়ানোর জন্য নতুন কিছু শুরু করতে চাইলে এটাই ভাল সময়। আর্থিক অবস্থা এই সময় ভাল থাকবে। গাড়ি বা বাড়ি কেনার যোগ রয়েছে।
কর্কট রাশি
জন্মাষ্টমীর সময় থেকেই খারাপ সময়ের ইতি হবে কর্কট রাশির জাতক জাতিকাদের। চাকরীজীবিদের জন্য সময় খুবই ভাল। পদোন্নতি এবং উন্নতির সম্ভাবনা রয়েছে। খরচে একটু রাশ টানা প্রয়োজন।
সিংহ রাশি
জন্মাষ্টমী সিংহ রাশির জাতক জাতিকাদের জন্যও অত্যন্ত শুভ হতে চলেছে। এই সময়ে সিংহ রাশির জাতক জাতিকাদের আয় বেশ ভাল হয়। একাধিক উত্স থেকে অর্থ উপার্জনের সুযোগ রয়েছে। বিনিয়োগের জন্যেও সেরা সময়। পরিশ্রমের ফল পাওয়ার সম্ভাবনা। কর্মজীবনেও সাফল্য এবং অগ্রগতির সময়। ভাগ্য আপনার পাশে থাকবে।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক জাতিকারাও জন্মাষ্টমীর সময়ে মঙ্গল গ্রহের গোচরে সুফল পেতে চলেছেন। প্রেম জীবনে আসবে সফলতা। পরিবারের সঙ্গেও ভাল সময় কাটবে।