বৈদিক জ্যোতিষ শাস্ত্রে মঙ্গলের পরাক্রম, সাহস, বীরত্বের কারক বলে মনে করা হয়। এরকম অবস্থায় মঙ্গলের রাশি পরিবর্তনের প্রভাব প্রত্যেক রাশির জাতকদের জীবনে পড়তে দেখা যায়। মঙ্গল মেষ ও বৃশ্চিক রাশির অধিপতি। এরকম অবস্থায় জন্মছকে মঙ্গলের অবস্থান জোরদার হলে তা কেরিয়ার, অর্থ ও আর্থিক পরিস্থিতির ওপর ভাল প্রভাব ফেলে। এই সময় মঙ্গল নিজের নীচ রাশি কর্কটে বিরাজ করছে। আর ২০২৫ সাল পর্যন্ত এই রাশিতেই থাকবেন লাল গ্রহ। তবে মঙ্গলের অবস্থানে সময়ে সময়ে বদল হবে। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, মঙ্গল ডিসেম্বর মাসে উল্টো চালে থাকবেন। মঙ্গলের এই বক্রী অবস্থা কিছু রাশির জন্য বাম্পার লাভ আনবে। পঞ্চাঙ্গ অনুসারে, মঙ্গল ৭ ডিসেম্বর ভোর ৫টা নাগাদ কর্কটে বক্রী হবেন। আর এখানে ২৪ ফেব্রুয়ার ২০২৫ পর্যন্ত এই রাশিতেই উল্টো অবস্থায় থাকবে। মঙ্গল প্রায় ৮০ সাল পর্যন্ত এই রাশিতে বক্রী হবেন।
কর্কট রাশি
এই রাশির জাতকদের দারুণ লাভ হতে চলেছে। ঋণ সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাবেন। এই সময় লম্বা কোনও সফরে যেতে পারেন। কর্মস্থানে আপনার কাজের প্রশংসা হবে। তবে যে কোনও কাজই একটু ভেবেচিন্তে করবেন। সন্তানের পক্ষ থেকে চলা সমস্যা এবার দূর হবে। কেরিয়ারে আপনার লাভ হবে। ব্যবসায় বেশ লাভ হবে। নতুন ব্যবসা শুরু করার ইচ্ছে থাকলে তা এখনই শুরু করুন। স্বাস্থ্য ভাল যাবে। তবে এই মরশুমে একটু সাবধানে থাকতে হবে।
কন্যা রাশি
এই রাশির জাতকরাও দারুণ ফল পাবেন এই সময়ে। আপনার বেশ কিছু ইচ্ছা পূরণ হবে। এই সময় সঞ্চয় করতে সফল হবেন। কড়া পরিশ্রম ও অনবরত চেষ্টার ফলে কেরিয়ারে ভাল ফল করতে পারবেন। সাট্টাবাজি ও পৈতৃক সম্পত্তি থেকে লাভ হবে আপনার। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। অর্থলাভের যোগ তৈরি হয়েছে। প্রেমের জীবন ও দাম্পত্য ভাল থাকবে।
বৃশ্চিক রাশি
এই রাশির জাতকদের মঙ্গল আরও মঙ্গলময় করবে। এই রাশিদের সুসময় আসছে। ভাগ্যের পুরো সঙ্গ পাবেন, অর্থ উপার্জনের অনেক রাস্তা খুলে যাবে। কর্মস্থানে আপনার কাজ ভাল হবে। নতুন ব্যবসা থেকে ভাল লাভ করবেন। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। সফর থেকে ভাল অর্থ উপার্জন হবে। দাম্পত্য জীবন সুখের হবে।
(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)