নতুন বছর ২০২৫ সাল শুরু হতে আর মাত্র কয়েকটা দিনই বাকি। এই নতুন বছরে অনেক গ্রহের গোচর হতে চলেছে আর কিছু গ্রহ নিজেদের মধ্যে যুতি তৈরি করবে। আসলে, ২০২৫ সালে রাহু-শুক্র যুতি মীন রাশিতে হতে চলেছে, যা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই যুতির প্রভাব সব রাশির ওপর পড়তে দেখা গিয়েছে। জ্যোতিষে শুক্রকে সুখ-সমৃদ্ধি, সৌন্দর্য এবং রাহুকে ছায়া গ্রহ বলে মনে করা হয়। তবে এই দুই গ্রহের যুতি অনেক রাশির জীবনে খুশি, উন্নতি ও অর্থ নিয়ে আসবে।
বৃষ রাশি
রাহু শুক্রের যুতি বৃষ রাশির জন্য খুবই শুভ প্রমাণিত হতে চলেছে। এই সময় কেরিয়ার ও আর্থিক উন্নতির যোগ দেখা দিচ্ছে। কোনও নতুন প্রজেক্ট পেতে পারেন। সম্পর্কে চড়াই-উৎরাই পেরিয়ে যাবেন।
কর্কট রাশি
রাহু শুক্রের যুতির ফলে কর্কট রাশির আর্থিক লাভ হবে। ব্যবসায় অর্থ উপার্জনের নতুন রাস্তা খুলে যাবে। এই সময় একটু আবেগতাড়িত হতে পারেন, তাই সাবধান থাকুন। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে-চিন্তে নিন।
তুলা রাশি
রাহু-শুক্রের যুতি তুলা রাশির জাতকদের জন্য জীবনে আত্মবিশ্বাস বৃদ্ধি হবে। এই সময় ব্যক্তিগত বিকাশ হবে। সব সিদ্ধান্ত সফল হবে। কাজের ক্ষেত্রে নতুন সুযোগ প্রাপ্ত হবে।
মকর রাশি
রাহু-শুক্রের যুত্র ফলে মকর রাশির সব লক্ষ্য প্রাপ্ত হবে। অফিসে পদোন্নতি হবে। বিনিয়োগ থেকে লাভ পাবেন। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। সম্পর্ক আরও মজবুত হবে।
মীন রাশি
রাহু-শুক্রের যুতি মীন রাশির জাতকদের জন্য লাভকারী প্রমাণিত হবে। উন্নতির সুযোগ আসবে। সৃজনশীল কাজে উন্নতি হবে। পাশাপাশি আর্থিক অবস্থাও ভাল থাকবে।
((Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)