Advertisement

Shani Horoscope 2025: আগামী বছর রূপোর পায়ে হাঁটবেন শনি, সূর্যপুত্রের কৃপাতে ৩ রাশির আর্থিক অভাব দূর হবে

Shani Horoscope 2025: জ্যোতিষ শাস্ত্রে শনির স্বভাব সবথেকে ক্রুর বলে মনে করা হয়। তবে শনি যদি আপনার ওপর প্রসন্ন থাকেন তাহলে কাঙাল থেকে রাজা বানাতে দেরি করেন না। শনি সবথেকে ধীরগতিতে চলা গ্রহ হিসাবে পরিচিত। শনির সাড়েসাতি ও ঢাইয়ার প্রভাবের পাশাপাশি শনির পায়াও হয়, যেটা শুভ-অশুভ ফল দিয়ে থাকে।

শনি হাঁটবেন রূপোর পায়ে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Nov 2024,
  • अपडेटेड 12:41 PM IST
  • জ্যোতিষ শাস্ত্রে শনির স্বভাব সবথেকে ক্রুর বলে মনে করা হয়।
  • তবে শনি যদি আপনার ওপর প্রসন্ন থাকেন তাহলে কাঙাল থেকে রাজা বানাতে দেরি করেন না।

জ্যোতিষ শাস্ত্রে শনির স্বভাব সবথেকে ক্রুর বলে মনে করা হয়। তবে শনি যদি আপনার ওপর প্রসন্ন থাকেন তাহলে কাঙাল থেকে রাজা বানাতে দেরি করেন না। শনি সবথেকে ধীরগতিতে চলা গ্রহ হিসাবে পরিচিত। শনির সাড়েসাতি ও ঢাইয়ার প্রভাবের পাশাপাশি শনির পায়াও হয়, যেটা শুভ-অশুভ ফল দিয়ে থাকে। ২০২৫ সালে শনি মীন রাশিতে প্রবেশ করতে চলেছে। এরকম অবস্থায় কিছু রাশির গোচর কুণ্ডলীতে শনি রূপোর পায়ে সঞ্চারণ করবেন। এরকম অবস্থায় এই রাশিদের বিশেষ লাভ হবে। জ্যোতিষ মতে, শনি যদি কোনও জাতকের কুণ্ডলীর জন্মরাশি ২, ৫ বা ৯-এর ঘরে থাকে তাহলে রূপোর পা তৈরি হয় এইক্ষেত্রে। এরকম অবস্থায় ২০২৫ সালে মীন রাশিতে শনির প্রবেশে তিন রাশির বাম্পার লাভ হবে। ২০২৭ পর্যন্ত লাভের মুখ দেখাবে শনি। 

কুম্ভ রাশি
এই রাশির দ্বিতীয় ঘরে শনি বিরাজ করবে। এরকম অবস্থায় এই রাশির জাতকদের বাম্পার লাভ হবে। ২০২৫ সালে এই রাশির জাতকেরা প্রত্যেক ক্ষেত্রে লাভবান হবেন। আটকে থাকা কাজ সম্পন্ন হবে। চাকুরীজিবীদের বিশেষ লাভ হতে চলেছে। বেকারদের চাকরি পাকা হবে। ২০২৭ পর্যন্ত আপনার আয় বেড়েই যাবে। বড় বড় লাভ হতে পারে। পদোন্নতির সঙ্গে বেতন বৃদ্ধি হতে পারে। বিদেশ যাওয়ার সুযোগ আসতে পারে। সরকারি কাজে কোনও সমস্যা দেখা দিলে তা সমাপ্ত হবে। হঠাৎ করে অর্থলাভ হবে। আয়ের নতুন রাস্তা খুলতে চলেছে। আপনার জীবনে অনেক সুখ আসতে চলেছে। 

কর্কট রাশি
শনি মীন রাশিতে প্রবেশ করতেই এই রাশির নবম ঘরে থাকবে। এরকম অবস্থায় এই রাশির জাতকদের জন্য শনির রূপোর পা বেশ লাভদায়ক প্রমাণিত হবে। চাকুরীজিবীদের জাতকদের পদোন্নতি, বেতন বৃদ্ধির সঙ্গে ইনক্রিমেন্ট হতে পারে। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাওয়ার সুযোগ পাবেন। হঠাৎ করে অর্থলাভের যোগ দেখা দেবে। আগের কোনও কাজে পরিশ্রম করে থাকলে সেখান থেকে লাভ হবে। 

Advertisement

বৃশ্চিক রাশি
শনি মীন রাশিতে প্রবেশ করে এই রাশির পঞ্চম ঘরে বিরাজ করবে। এরকম অবস্থায় রূপোর পা এই রাশির জাতকদের জন্য সুখ নিয়ে আসবে। ভৌতিক সুখ পাবেন। নিজের ওপর মনোযোগ দেবেন। আত্ম উপলব্ধি করতে পারবেন, যার ফলে আপনার মধ্যে অনেক পার্থক্য দেখা দেবে। পরিবারের সঙ্গে ভাল সময় কাটাতে পারেন। আগে করা কোনও কাজ, পরিশ্রম ও উদ্যমের ফল এখন পেতে পারেন। পদোন্নতির যোগ তৈরি হচ্ছে। বেতন বৃদ্ধির যোগও তৈরি হচ্ছে। বিদেশ সফরের বাধা দূর হবে। আপনি প্রত্যেক ক্ষেত্রে সফল হবেন। আয়ের নতুন রাস্তা খুলবে। আপনি সোজা রাস্তায় চলবেন। সমাজে মান-সম্মান বাড়বে। গাড়ি, সম্পত্তি কিনতে পারেন। 

(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement