জ্যোতিষ শাস্ত্র মতে শুক্র গ্রহকে ধন, বৈভব, ঐশ্বর্য, বিলাসিতা ও লাক্সারি জীবনের কারক গ্রহ হিসাবে মানা হয়ে থাকে। এইজন্য যখনই শুক্র গ্রহের চালে পরিবর্তন হয় তখনই এই সেক্টরগুলোতে এর প্রভাব পড়ে। জেনে রাখুন জুন মাসে শুক্র গ্রহ মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে। যার প্রভাব সব রাশিদের ওপর পড়তে দেখা যাবে। তবে বিশেষ ৩ রাশি রয়েছে, যাঁদের ওপর শুক্রের গোচরের শুভ ফল দেখতে পাওয়া যাবে। আসুন সেই রাশিদের বিষয়ে জেনে নেওয়া যাক।
তুলা রাশি
এই রাশিদের জন্য শুক্র গ্রহের রাশি পরিবর্তন শুভ ফল দিতে চলেছে। কারণ শুক্র গ্রহ আপনার রাশির অধিপতি এর পাশাপাশি শুক্র আপনার গোচর কুণ্ডলীতে নবম ঘরে ভ্রমণ করতে চলেছে। এইজন্য এই সময় আপনার ভাগ্য সঙ্গ দেবে। এর সঙ্গে আপনার সুখ-সমৃদ্ধিও বাড়বে। সৃজনশীলতা খুব ভাল থাকবে আপনার। পারিবারিক জীবন ভাল থাকবে। ধার্মিক ও মাঙ্গলিক কাজে শামিল হতে পারেন। দেশ-বিদেশের সফর করতে পারেন।
বৃষ রাশি
শুক্র গ্রহের গোচর করতেই বৃষ রাশির জাতকদের ভাল সময় শুরু হয়ে যাবে। কারণ শুক্র গ্রহ আপনার রাশির ধন ও বাণীর ঘরে সঞ্চারণ করতে চলেছেন। এইজন্য এই সময় আপনার আকস্মিক ধনলাভ হতে পারে। আর্থিক পরিস্থিতি ভাল হবে। চাকরিতে সফলতা ও অনেক শুভ সুযোগ আসতে চলেছে। পদোন্নতির যোগ তৈরি হতে চলেছে। ব্যক্তিত্ব আরও আকর্ষণীয় হবে। আপনার কথা আরও শক্তিশালী হবে। যার ফলে মানুষ ইমপ্রেস হবে।
কুম্ভ রাশি
শুক্র গোচর আপনাদের জন্য শুভ ফল দেবে। কারণ শুক্র গ্রহ আপনার গোচর কুণ্ডলীতে পঞ্চম ঘরে হতে চলেছে। যাঁরা এই সময় চাকরির খোঁজ করছেন তাঁরা ভাল সুযোগ পাবেন। সব মিলিয়ে এই সময়টা ভাল যাবে। আপনি সবক্ষেত্র লাভবান হবেন। সন্তান সংক্রান্ত কোনও শুভ খবর পাবেন। যাঁরা সন্তান নিতে চাইছেন তাঁরা এই সময় সন্তান পেতে পারেন। লাভ লাইফ ভাল থাকবে এবং আপনি আরও সফলতা পাবেন।