Advertisement

Surya dev Horoscope: মাঝ নভেম্বরে সূর্যের আসল খেলা শুরু, কেরিয়ারের টার্নিং পয়েন্টে ৩ রাশি

Surya dev Horoscope: বৈদিক জ্যোতিষ অনুসারে গ্রহ সময়-সময়ে নীচ ও উচ্চ অবস্থাতে সঞ্চারণ করে। যার সরাসরি প্রভাব মানব জীবন ও দেশ-দুনিয়ার ওপর পড়তে দেখা যায়। জেনে রাখুন যে গ্রহের রাজা সূর্যদেব তুলা রাশিতে সঞ্চারণ করছে, যেটা তার নীচ রাশি।

সূর্যের গোচরে লাভবান ৩ রাশি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Nov 2024,
  • अपडेटेड 6:44 PM IST
  • বৈদিক জ্যোতিষ অনুসারে গ্রহ সময়-সময়ে নীচ ও উচ্চ অবস্থাতে সঞ্চারণ করে।

বৈদিক জ্যোতিষ অনুসারে গ্রহ সময়-সময়ে নীচ ও উচ্চ অবস্থাতে সঞ্চারণ করে। যার সরাসরি প্রভাব মানব জীবন ও দেশ-দুনিয়ার ওপর পড়তে দেখা যায়। জেনে রাখুন যে গ্রহের রাজা সূর্যদেব তুলা রাশিতে সঞ্চারণ করছে, যেটা তার নীচ রাশি। সূর্যদেব তুলা রাশিতে অশুভ প্রভাব দিয়ে থাকে। তবে ১৬ নভেম্বর বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে সূর্য। এর ফলে কিছু রাশির ভাগ্য চমকাতে চলেছে। 

বৃশ্চিক রাশি
আপনাদের জন্য সূর্যদেবের নীচ প্রভাব শেষ হয়ে আপনাকে লাভ দেবে। কারণ সূর্যদেব আপনার রাশির লগ্নভাবে সঞ্চারণ করছে। এইজন্য এই সময় আপনার আত্মবিশ্বাস বাড়বে। এর সঙ্গে এই সময় আপনার ব্যক্তিত্ব আরও আকর্ষণীয় হবে। সূর্যদেব আপনার আত্মবিশ্বাস বাড়বে। এর সঙ্গে আপনি অধিক নির্ণয়ক ও লক্ষ্যের প্রতি ফোকাস বাড়বে। অংশীদারিত্বের কাজে লাভ হবে। আপনার পরিকল্পিত যোজনা সফল হবে। এর সঙ্গে সব ইচ্ছার পূরণ হবে। 

মকর রাশি
সূর্যদেবের নীচ প্রভাব সমাপ্ত হোতেই এই রাশির জাতকদের প্রভাব অনুকূল হতে শুরু করে। কারণ সূর্যদেব আপনার রাশির আয় ও লাভের স্থানে প্রবেশ করবে। এইজন্য এই রাশির জাতকদের আয় কমে গিয়েছিল, এবার তা বাড়তে পারে। এর সঙ্গে আয়ের নতুন রাস্তা খুলে যাবে। চাকরিতে প্রোমোশনের যোগ রয়েছে। কর্মক্ষেত্রে আপনার সম্মান বাড়বে। নতুন ব্যবসায়িক সম্পর্ক বাড়ায় লাভবান হবেন। জীবনসঙ্গীর সঙ্গে মতভেদ চললেও এখন তা ঠিক হয়ে যাবে। 

তুলা রাশি
সূর্যদেবের নীচ প্রভাব শেষ হতেই আপনার সুসময় শুরু। কারণ সূর্যদেব আপনার গোচর কুণ্ডলীর লগ্নভাবে সঞ্চারণ করতে চলেছে। এইজন্য এই সময় আপনার আত্মবিশ্বাস বাড়বে। এর সঙ্গে সামাজিক প্রতিষ্ঠা বাড়বে। ধার্মিক কাজে রুচি বাড়বে। মানসিক স্বস্তিতে থাকবেন। জীবনে সফলতা পাবেন। পারিবারিক সম্পর্ক মধুর হবে। স্বাস্থ্য ভাল থাকবে। আধ্যাত্মিক কাজে রুচি বাড়বে। জীবনসঙ্গীর উন্নতি হতে চলেছে।   

Advertisement

(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement