Advertisement

Zodiac: রাজযোটক, এই রাশিগুলির মধ্যে প্রেম ও সম্পর্ক টেকে আজীবন, বেছে নিন মনের মানুষ

স্বামী-স্ত্রীর মধ্যে তালমিল না থাকলে বিচ্ছেদ পর্যন্ত হতে পারে। আগে তাই কোষ্ঠীবিচার হত। দেখে নিন কোন রাশির জাতক-জাতিকারা আপনার জন্য উত্তম।

কোন রাশির সঙ্গী আপনার জন্য সেরা?   কোন রাশির সঙ্গী আপনার জন্য সেরা?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Apr 2022,
  • अपडेटेड 4:33 PM IST
  • এমন মানুষকে সবাই পেতে চান যিনি সারাজীবন সুখ-দুঃখে পাশে থাকবেন।
  • দেখে নিন কোন রাশির জাতক-জাতিকারা আপনার জন্য উত্তম।
  • কোন রাশিগুলির মধ্যে বিবাহ হলে বেশিদিন টিকবে।

জীবনসঙ্গী নির্বাচন নিয়েই সকলেই বেশ খুঁতখুঁতে। এমন মানুষকে সবাই পেতে চান যিনি সারাজীবন সুখ-দুঃখে পাশে থাকবেন। যাঁর সঙ্গে মনের মিল হবে। স্বামী-স্ত্রীর মধ্যে তালমিল না থাকলে বিচ্ছেদ পর্যন্ত হতে পারে। আগে তাই কোষ্ঠীবিচার হত। দেখে নিন কোন রাশির জাতক-জাতিকারা আপনার জন্য উত্তম।

মেষ ও কুম্ভ রাশি- মেষ ও কুম্ভ রাশির জাতিক-জাতিকাদের মধ্যে সম্পর্ক হলে তা দীর্ঘস্থায়ী ও পোক্ত হয়। দুই রাশির মানুষ প্রচণ্ড অ্য়াডভেঞ্চার প্রিয় হন। তাই পরস্পরের সঙ্গ পছন্দ করেন তাঁরা। 

বৃষ ও কর্কট রাশি - বৃষ ও কর্কট রাশির মানুষেরা নিজেদের সম্পর্ক নিয়ে সচেতন। গুরুত্ব দেন সম্পর্ককে। তাঁর মানসিক ও শারীরিকভাবে একাত্ম অনুভব করেন। সেজন্য তালমিল খুব ভাল হয়। সবসময় একে অপরের পাশে থাকেন। 

আরও পড়ুন

মিথুন ও কুম্ভ রাশি- দুজনে পরস্পরের খুব ভাল মানসিক সঙ্গী হন। একে অপরের সঙ্গ পছন্দ করেন। সময় কাটাতে ভালবাসেন। পরস্পরকে স্বাধীনতা দেন। আকর্ষিত হন। জীবনের উত্থান-পতনে কখনও হাত ছাড়েন না। 

কর্কট ও মীন রাশি- কর্কট ও মীন রাশির জাতক-জাতিকারা জলের মতো শান্ত হন। পরস্পরকে বোঝেন। ভাল তালমিল হয় দুজনের। হাসি-মজা করে জীবন কাটাতে পছন্দ করেন। 

সিংহ ও ধনু রাশি- এই দুই রাশির জাতক-জাতিকার ভালবাসায় প্রচণ্ড আবেগ থাকে। পরস্পরের সঙ্গে অনেকটা সময় কাটাতে পছন্দ করেন। দুজনের ভাবনাচিন্তাও একই ধরনের। 

কন্যা ও বৃষ রাশি- কন্যা ও বৃষ রাশির মধ্যে খুব ভাল বোঝাপড়া থাকে। দুজনেই শান্ত স্বভাবের। এটাই সম্পর্ককে পোক্ত করে। পরস্পরের প্রতি তাঁরা বিশ্বাসযোগ্যও। কেউ কারও ভরসা ভাঙেন না। আজীবন স্থায়ী হয় ভালবাসা।          

তুলা ও মিথুন রাশি- পরস্পরকে বোঝেন দুই রাশির জাতক-জাতিকারা। জীবনে এগিয়ে যাওয়ার জন্য একে অপরকে উৎসাহিত করেন। সঙ্গ দেন। সম্পর্ক টিকিয়ে রাখতে দুজনেই অত্যন্ত যত্নশীল। বিচারবিবেচনা করে সিদ্ধান্ত নেন। 

Advertisement

বৃশ্চিক ও কর্কট- সম্পর্ককে গুরুত্ব দেন এই দুই রাশির জাতক-জাতিকারা। পরস্পরের প্রতি ভাবনাকে প্রকাশ করে দ্বিধা করেন না। জীবনে যে কোনও পরিস্থিতিতে পাশে থাকেন। 

ধনু ও মেষ রাশি- মেষ ও ধনু রাশির তত্ত্ব অগ্নি। দুজনের মধ্যে সমঝোতাও খুব ভাল হয়। যে কোনও সমস্যা তা জীবনের হোক বা সম্পর্কের দুজনে মিলে সমাধান করেন। সম্পর্ক টিকিয়ে রাখতে নিজেদের সবটা উজাড় করে দেন। এবং অত্যন্ত দায়বদ্ধও।          

মকর ও বৃষ রাশি- মকর ও বৃষের সম্পর্ক উৎকৃষ্ট হিসেবে বিবেচিত হয়। আজীবন টেকে প্রেম। পরস্পরের সঙ্গে আনন্দ পান। একে অপরকে সম্মান করেন। আর ভালবাসা তো অফুরন্ত। 

কুম্ভ ও মিথুন রাশি- দারুণ মনের মিল হয় এই দুই রাশির জাতক-জাতিকার। পরস্পরকে ভালবাসেন, যত্ন করেন। সম্পর্কের প্রতি শ্রদ্ধাশীল। লোকে কী বলবে সে সব ভাবেন না। পরস্পরের সঙ্গ পছন্দ করেন। ভালবাসার টানও বেশি। 

মীন ও বৃশ্চিক রাশি- মীন ও বৃশ্চিক রাশির সম্পর্ক আজীবন থাকে। দুজনেই জীবনের মূল্য বোঝেন। সম্পর্কে বিশ্বাসযোগ্য সঙ্গী হয়ে ওঠেন। জীবনের উত্থান-পতনে কেউ কারও হাত ছাড়েন না। 

 

Read more!
Advertisement
Advertisement