মানুষের জীবনে রাশিচক্রের বিশেষ ভূমিকা আছে। গ্রহের অবস্থার ওপরে মানুষের জীবনে উত্থান, পতন, সুখ, দুঃখর মতো বিষয়গুলি নির্ভর করে। বৈদিক জ্যোতিষশাস্ত্রে গ্রহের রাজপুত্র হিসাবে ধরা হয় বুধকে। এই গ্রহটি বুদ্ধি, সম্পদ, ব্যবসা, যোগাযোগের ক্ষেত্রে বিশেষভাবে প্রভাব রাখে। বুধ খুব অল্প সময়ের মধ্যেই স্থান পরিবর্তন করে। তবে বুধের স্থান পরিবর্তনের প্রভাব রাশিচক্রের প্রতিটি গ্রহের ওপরেই পড়ে। চলতি মাসের ১৪ নভেম্বর স্থান পরিবর্তন করে বৃশ্চিক রাশিতে প্রবেশ করেছে বুধ (Budh Gochar In Vrischika Rashi)। তার প্রভাব পড়েছে সমগ্র রাশি চক্রের ওপরে। কিন্তু তারমধ্যেই ৪টি রাশির ওপরে পড়েছে ভীষণ শুভ প্রভাব। চলুন জেনে নেওয়া যাক ওই ৪টি রাশি কী কী এবং প্রভাবই বা কেমন।
কর্কট রাশি (Cancer) : বুধের রাশি পরিবর্তন কর্কট রাশির জাতকদের জন্য সোনালি দিন নিয়ে এসেছে। এর ফলে কর্মজীবনে অগ্রগতি পেতে পারেন। পদোন্নতি হওয়া ও আয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। ব্যবসাতেও লাভ হবে। কোনও জায়গা থেকে ভাল খবর পেতে পারেন।
কন্যা রাশি (Virgo) : বুধের স্থান পরিবর্তনের ফলে কন্যা রাশির জাতকদের উৎসাহ ও শক্তি বৃদ্ধি করবে। কাজে সাফল্য আসবে। বিদেশ সফরের সুযোগও তৈরি হতে পারে। দাম্পত্য জীবনেও বজায় থাকবে সুখ স্বাচ্ছন্দ্য ও ভালবাসা।
বৃশ্চিক রাশি (Scorpio) : বুধের গমন বৃশ্চিক রাশির জাতকদের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলবে। কারণ বুধ স্থান পরিবর্তন করে বৃশ্চিক রাশিতে প্রবেশ করেছে। এই রাশির জাতকরা ব্যবসায় বড় লাভ করতে পারেন। মুনাফা বাড়বে। অন্যান্য জায়গা থেকেও আর্থিক লাভ হতে পারে। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে।
মীন রাশি (Pisces) : বুধের গমন মীন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের উন্নতি ঘটাবে। সব কিছুতেই মিলতে পারে সফলতা। ভাগ্যের সাহায্যে সব কাজ করা সম্ভব হবে। কর্মজীবনেও বড়সড় লাভ হতে পারে। ব্যবসায় প্রত্যাশার চেয়ে বেশি আয় হবে। বিয়ের যোগও এই সময় তৈরি হচ্ছে।
আরও পড়ুন - বৃশ্চিকে চতুর্গ্রহী যোগ, ৩ রাশির হাতে আসতে পারে প্রচুর টাকা, কাজে সাফল্যও