Advertisement

Chaitra Navratri Rashifal: বাসন্তী পুজোয় শুভ যোগ, দুর্গার কৃপায় কপাল খুলছে এই ৫ রাশির

মায়ের বাহন শুভ বা অশুভ ফলের সূচক। এর প্রভাব পড়ে মানুষের জীবনে। নবরাত্রিতে দেবীর ৯ রূপের পুজো করা হয়। বাসন্তী পুজোর ষষ্ঠী ২৭ মার্চ, সোমবার। ২৮ মার্চ মঙ্গলবার সপ্তমী, ২৯ মার্চ বুধবার অষ্টমী, ৩০ মার্চ বৃহস্পতিবার নবমী এবং ৩১ মার্চ শুক্রবার দশমী। দেবী আসছেন নৌকোয়।

Basanti Puja 2023 Rashifal বাসন্তী পুজো রাশিফল ২০২৩। Basanti Puja 2023 Rashifal বাসন্তী পুজো রাশিফল ২০২৩।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 14 Mar 2023,
  • अपडेटेड 8:50 AM IST
  • বাসন্তী পুজো শুরু হচ্ছে।
  • ৫ রাশির ভাগ্যোদয়।

বছরে দু'বার হয় দুর্গাপুজো। বাসন্তী পুজোই 'আসল দুর্গাপুজো' বলে লোকবিশ্বাস। তবে কালের নিয়মে শরৎকালের অকাল বোধন জনপ্রিয় হয়ে উঠেছে। বৈদিক ক্যালেন্ডার অনুসারে, এবার চৈত্র নবরাত্রি বা বাসন্তী পুজোর প্রথমা ২২ মার্চ, বুধবার থেকে শুরু হবে। দশমী ৩০ মার্চ।  চৈত্র নবরাত্রিতে দেবীর ৯টি রূপের পুজো করা হয়। আর বাংলায় দুর্গা রূপে পূজিত হন। এবার দেবী আসছেন নৌকোয় চেপে। দেবী নৌকোয় চেপে আসায় উপকৃত হবেন ৪ রাশির জাতক-জাতিকাদের।   

মায়ের বাহন শুভ বা অশুভ ফলের সূচক। এর প্রভাব পড়ে মানুষের জীবনে। নবরাত্রিতে দেবীর ৯ রূপের পুজো করা হয়। বাসন্তী পুজোর ষষ্ঠী ২৭ মার্চ, সোমবার। ২৮ মার্চ মঙ্গলবার সপ্তমী, ২৯ মার্চ বুধবার অষ্টমী, ৩০ মার্চ বৃহস্পতিবার নবমী এবং ৩১ মার্চ শুক্রবার দশমী। দেবী আসছেন নৌকোয়।

নৌকোয় আসছেন দেবী, এর প্রভাব কী? 

আরও পড়ুন

শাস্ত্রে বলা হয়েছে,'গজে চ জলদা দেবী ক্ষত্র ভং স্তুরংগমে। নৌকায়াং সর্বসিদ্ধিস্য দোলায় মারানধুভম্।'অর্থাৎ হাতিতে চড়ে দেবী এলে বৃষ্টি বেশি হয়। ঘোড়ায় চড়ে এলে প্রতিবেশী দেশের সঙ্গে যুদ্ধের সম্ভাবনা বেড়ে যায়। দেবী নৌকায় চড়ে এলে সকলের উপকার হয়। দোলায় চড়লে মহামারীর কারণে মৃত্যুর শঙ্কা।

চৈত্রে বাসন্তী পুজোয় গজকেশরী, বুধাদিত্য, হংস ও শশ রাজযোগ গঠিত হচ্ছে। যে কারণে এই নবদুর্গা বেশ কয়েকটি রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ হতে চলেছে। এই রাশির জাতক-জাতিকারা কর্মক্ষেত্রে পদোন্নতি ও ইনক্রিমেন্ট পাবেন। এর পাশাপাশি যাঁরা ব্যবসায়ী তাঁরা ভালো মুনাফা পেতে পারেন।

মিথুন- এই রাশির জাতক-জাতিকারা মা দুর্গার কৃপায় সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। যে কোনও কাজে সাফল্য পেতে পারেন। পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন। খুলে যাবে আয়ের নতুন উৎস। 

কর্কট- এই রাশির জাতক-জাতিকাদের জীবনে আসতে চলেছে সুখ-স্বাচ্ছন্দ্য়। তাঁরা ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। দীর্ঘদিনের অমীমাংসিত কাজ শেষ হবে। শারীরিক, মানসিক ও আর্থিক অবস্থা ভালো থাকবে। মা দুর্গার আরাধনা করলে চাকরিতে পদোন্নতির পাশাপাশি ইনক্রিমেন্টও পাবেন। পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে।

Advertisement

কন্যা- এই রাশির জাতক-জাতিকারাও চৈত্র নবরাত্রিতে গ্রহের মিলনে সুবিধা পেতে চলেছেন। গাড়ি বা বাড়ি কেনা শুভ হবে। ব্যবসায় বিনিয়োগ করতে চাইলে এই সময়টি শুভ হবে। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হবে। আপনি ইনক্রিমেন্টও পেতে পারেন।

বৃশ্চিক- এই রাশির জাতক-জাতিকাদের জন্য বাসন্তী পুজো খুবই বিশেষ হতে চলেছে। ব্যক্তিগত জীবনের সঙ্গে পেশাগত জীবন ভালো যাবে। যাঁরা নতুন চাকরি খুঁজছেন তাঁরা সাফল্য পেতে চলেছেন। অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে। অর্থনৈতিক অবস্থা আরও শক্তিশালী হতে চলেছে।

মীন- মীন রাশিতে বৃহস্পতি এবং অন্যান্য গ্রহের উপস্থিতির কারণে ভাগ্য উজ্জ্বল হতে চলেছে। দীর্ঘদিনের অমীমাংসিত কাজ শেষ হতে চলেছে। অর্থ বিনিয়োগ শুভ হবে। কর্মজীবন সংক্রান্ত বিষয়ে নেওয়া সিদ্ধান্ত উপযুক্ত হবে। ভাগ্য আপনার সঙ্গে থাকবে। 

Read more!
Advertisement
Advertisement