Advertisement

Chandra Grahan Effect: বছরের শেষ চন্দ্রগ্রহণে দুর্ভোগ, ২৭দিন পর্যন্ত আর্থিক অনটনে ১ রাশি

Chandra Grahan Effect: ১৮ সেপ্টেম্বর ২০২৪, বুধবার অর্থাৎ আজ বছরের দ্বিতীয় ও শেষ চন্দ্রগ্রহণ হতে চলেছে। এই চন্দ্রগ্রহণ ভারতে দেখা যাবে না তাই এর সূতক কালও গণ্য করা হবে না। কিন্তু জ্যোতিষ অনুসারে চন্দ্রগ্রহণের শুভ-অশুভ প্রভাব সব রাশিদের ওপর পড়তে দেখা যাবে।

চন্দ্রগ্রহণের প্রভাব
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Sep 2024,
  • अपडेटेड 2:34 PM IST
  • ১৮ সেপ্টেম্বর ২০২৪, বুধবার অর্থাৎ আজ বছরের দ্বিতীয় ও শেষ চন্দ্রগ্রহণ হতে চলেছে।

১৮ সেপ্টেম্বর ২০২৪, বুধবার অর্থাৎ আজ বছরের দ্বিতীয় ও শেষ চন্দ্রগ্রহণ হতে চলেছে। এই চন্দ্রগ্রহণ ভারতে দেখা যাবে না তাই এর সূতক কালও গণ্য করা হবে না। কিন্তু জ্যোতিষ অনুসারে চন্দ্রগ্রহণের শুভ-অশুভ প্রভাব সব রাশিদের ওপর পড়তে দেখা যাবে। ১৮ সেপ্টেম্বর ভোরবেলা ৬ টা ১১ মিনিট থেকে শুরু হয় চন্দ্রগ্রহণ। এরপর আংশিক গ্রহণ শুরু হয়  সকাল ৭ টা ৪২ মিনিটে। গ্রহণের চরম মুহূর্ত ছিল সকাল ৮ টা ১৪ মিনিটে। আংশিক চন্দ্রগ্রহণ শেষ হয় ৮ টা ৪৫ মিনিটে। এই গ্রহণকাল শেষ হয় বেলা ১০ টা ১৭ মিনিটে।

চন্দ্রগ্রহণের শুভ প্রভাব দেখা যাবে বৃষ, মিথুন, তুলা ও বৃশ্চিক রাশির ওপরে। অপরদিকে একটা রাশি বাদ দিয়ে অন্য রাশিদের ওপর চন্দ্রগ্রহণের মিশ্র প্রভাব দেখা দেবে।  

মীন রাশিতে চন্দ্রগ্রহণ
এই চন্দ্রগ্রহণ মীন রাশিতে হচ্ছে। মীন রাশিতে চন্দ্রমা ও রাহুর যুতি তৈরি হয়েছে। তাই বছরের শেষ চন্দ্রগ্রহণের প্রভাব সবচেয়ে বেশি মীন রাশিতেই দেখা দেবে। চন্দ্রমা নিজের রাশিচক্র ২৭ দিন ৬ ঘণ্টায় পূরণ করে। তাই চন্দ্রগ্রহণ যে রাশিতে হয়, সেই রাশির ওপর এই গ্রহণের প্রভাব প্রায় ১ মাস পর্যন্ত থাকে। তাই এই সময় মীন রাশির মানুষদের একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। 

আর্থিক ক্ষয়ক্ষতি
এই মীন রাশির জাতকদের অর্থহানি হতে পারে বা আয়ের রাস্তায় খুব খারাপ প্রভাব পড়তে পারে। খরচ খুব বেশি হবে এবং আয়ও কম। দাম্পত্য জীবনে ঝগড়া-অশান্তি হবে। বন্ধু ও সহকর্মীদের সঙ্গে ঝগড়া হতে পারে। 

কেরিয়ার-শিক্ষা
চাকরি-ব্যবসার জন্য এই চন্দ্রগ্রহণের অশুভ প্রভাব পড়বে। এই সময়টায় একটু ধৈর্য্য ধরে থাকুন। পড়াশোনায় মনোযোগ বসবে না। তবে হতাশ না হয়ে পরিশ্রম করে যান। স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন নয়তো অসুস্থ হয়ে পড়বেন। 

Advertisement

গ্রহণের উপায়
চন্দ্রগ্রহণের খারাপ প্রভাব থেকে বাঁচতে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জপ করুন। গ্রহণের পর স্নান, দান করুন। অভাবীদের সাদা বস্তু যেমন দুধ, চাল, চিনি এইসব সামর্থ্য অনুসারে দিন।  

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement