Advertisement

Guru Margi Lucky-Unlucky Zodiacs: রাশিবদল বৃহস্পতির, কারও লাভ, কারও ক্ষতি, জানুন নিজের রাশি অনুযায়ী ফল

গত ২৪ নভেম্বর সকালে দেবগুরু মার্গী হয়েছেন। যার প্রভাব সব রাশির উপরেই দেখা যাবে। চলুন জেনে নেওয়া যাক কোন রাশির উপরে কী প্রভাব পড়বে-

গুরু মার্গী। গুরু মার্গী।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 27 Nov 2022,
  • अपडेटेड 11:21 PM IST
  • গত ২৪ নভেম্বর সকালে দেবগুরু মার্গী হয়েছেন।
  • যার প্রভাব সব রাশির উপরেই দেখা যাবে।

জ্যোতিষশাস্ত্র অনুসারে,গ্রহগুলি নির্দিষ্ট সময় অন্তর অন্তর রাশি বদল করে। যার প্রভাব পড়ে সাধারণ মানুষের জীবনে। গত ২৪ নভেম্বর সকালে দেবগুরু মার্গী হয়েছেন। যার প্রভাব সব রাশির উপরেই দেখা যাবে। চলুন জেনে নেওয়া যাক কোন রাশির উপরে কী প্রভাব পড়বে- 

মেষ রাশি- আপনার রাশিতে বৃহস্পতি দ্বাদশ ঘরে রয়েছেন। যাকে বলা হয় লাভ ও ক্ষতির স্থান। এই সময়ে আপনার ব্যয় বৃদ্ধি হতে পারে। অতিরিক্ত খরচ হয়ে যেতে পারে আপনার। 

বৃষ রাশি- আপনার রাশিতে বৃহস্পতি গ্রহ মার্গী হয়ে একাদশ ঘরে প্রবেশ করছে। এই সময়ে আপনার আয় বাড়তে পারে। এছাড়াও অন্যান্য বিনিয়োগ থেকে লাভ করতে পারেন। 

আরও পড়ুন

মিথুন- বৃহস্পতি আপনার দশম ঘরে প্রবেশ করছেন। এই সময়ে ব্যবসায় ভালো লাভ পেতে পারেন। এই সময়ে একটি নতুন চাকরির অফারও পেতে পারেন আপনি।

কর্কট-বৃহস্পতি গ্রহ আপনার নবম ঘরে প্রবেশ করছে। সেজন্য আপনি ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। আটকে থাকা কাজ হয়ে যেতে পারে।

সিংহ -বৃহস্পতি আপনার রাশির অষ্টম ঘরে প্রবেশ করছে। তাই এই সময়ে যাঁরা গবেষণার ক্ষেত্রে আছেন,তাঁদের জন্য এই সময়টা ভালো হতে পারে। এর পাশাপাশি যে কোনও দুরারোগ্য রোগ থেকে মুক্তি পেতে পারেন।

কন্যা-আপনার রাশিকে বৃহস্পতি সপ্তম ঘরে প্রবেশ করছে। তাই এই সময়ে অংশীদারিত্বের কাজে সাফল্য পেতে পারেন। এর পাশাপাশি জীবনসঙ্গীর সহযোগিতা পেতে পারেন। তবে এ সময় সাবধানে গাড়ি চালাতে হবে। কারণ দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হচ্ছে।

তুলা-আপনার রাশির ষষ্ঠ ঘরে বৃহস্পতির অবস্থান। সেই কারণে এই সময়ে আপনি মামলা-মোকদ্দমায় সাফল্য পেতে পারেন। এর পাশাপাশি পুরনো যে কোনও রোগ থেকে মুক্তি পেতে পারেন।

বৃশ্চিক- বৃহস্পতি আপনার রাশির পঞ্চম ঘরে প্রবেশ করছে। ছাত্রদের জন্য এই সময়টি শুভ হতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে পারেন। সন্তানের সুখও পেতে পারেন।

ধনু- আপনার রাশিতে বৃহস্পতি চতুর্থ ঘরে প্রবেশ করেছে। যে কারণে এই সময়ে সব ধরনের সুখ পেতে পারেন। এর মধ্যে বস্তুগত সুখও রয়েছে। এছাড়াও এই সময়ে আপনি একটি যানবাহন এবং সম্পত্তি কেনার সিদ্ধান্ত নিতে পারেন।

Advertisement

মকর-আপনার রাশির তৃতীয় ঘরে অবস্থান করছে বৃহস্পতি। তাই এই সময়ে আপনার সাহস বাড়বে। এছাড়াও ভাই-বোনের সহযোগিতা পেতে পারেন।

কুম্ভ- আপনার দ্বিতীয় ঘরে প্রবেশ করেছে বৃহস্পতি। যে কারণে আপনি হঠাৎ অর্থ পেতে পারেন। এছাড়াও ধার দেওয়া টাকা ফেরত পেতে পারেন। এখনই ঋণ দেওয়া এড়িয়ে চলা উচিত।

মীন- বৃহস্পতি আপনার রাশিতে মার্গী হয়েছেন। এই সময়ে আপনার স্বাস্থ্যের উন্নতি হতে পারে। এছাড়াও বিবাহিত জীবন ভাল হবে। স্ত্রীকে পাশে পাবেন।

Read more!
Advertisement
Advertisement