Advertisement

Hindu New Year Horoscope: ২২ মার্চ হিন্দু নববর্ষ ২০৮০, শনির কৃপায় সারাবছর সাফল্য-সমৃদ্ধি ৫ রাশির

দুর্গার আরাধনার সঙ্গে সঙ্গে শুরু হতে চলেছে হিন্দু নববর্ষ, বিক্রম সম্বৎ। এবার উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে শুরু হচ্ছে হিন্দু নববর্ষ। যা শনির নক্ষত্র। শনির কৃপায় অর্থপ্রাপ্ত হবে বেশ কয়েকটি রাশি। এ বছরের রাজা বুধ। শুক্রের কাঁধে মন্ত্রীর দায়িত্ব। জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে, নতুন বিক্রম সম্বতে লাভবান হবেন ৫ রাশির জাতক-জাতিকারা। 

Hinu New Year Rashifal হিন্দু নববর্ষ। Hinu New Year Rashifal হিন্দু নববর্ষ।
Aajtak Bangla
  • 20 Mar 2023,
  • अपडेटेड 4:23 PM IST
  • শনির নক্ষত্রে শুরু নববর্ষ।
  • ৫ রাশির সারাবছর দারুণ যাবে।

২২ মার্চ, বুধবার থেকে শুরু হচ্ছে হিন্দু নববর্ষ ২০৮০। ওই দিন থেকে শুরু হবে চৈত্র নবরাত্রিও। মা দুর্গার আরাধনার সঙ্গে সঙ্গে শুরু হতে চলেছে হিন্দু নববর্ষ, বিক্রম সম্বৎ। এবার উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে শুরু হচ্ছে হিন্দু নববর্ষ। যা শনির নক্ষত্র। শনির কৃপায় অর্থপ্রাপ্ত হবে বেশ কয়েকটি রাশি। এ বছরের রাজা বুধ। শুক্রের কাঁধে মন্ত্রীর দায়িত্ব। জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে, নতুন বিক্রম সম্বতে লাভবান হবেন ৫ রাশির জাতক-জাতিকারা। 

মিথুন- হিন্দু নববর্ষ ২০৮০ মিথুন রাশির জন্য অত্যন্ত শুভ এবং ফলদায়ক হবে। এই বছরে দেবগুরু আপনার রাশির লাভের ঘরে থাকবেন। বৃহস্পতির গমনে আপনি লাভবান হবেন। গুরুত্বপূর্ণ কাজ সেরে মানসিক তৃপ্তি পাবেন। পরিবারে শুভ অনুষ্ঠানের আয়োজন হতে পারে। ভাগ্যও এই বছর আপনার সঙ্গে থাকবে। আপনি যা প্রত্যাশা করেন তার চেয়ে বেশি পাবেন। তাই দুশ্চিন্তা ত্যাগ করুন। কাজে মনোযোগ দিন। আপনার সুখ বাড়বে। যারা এখন পর্যন্ত পরিকল্পনা করেও গাড়ি কিনতে পারেননি, তা করতে পারবেন। আপনার মনের মধ্যে থাকা ইচ্ছাপূরণ হতে পারে।

সিংহ- হিন্দু নববর্ষ সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য ২২ মার্চ থেকে শুভ সময়  নিয়ে আসছে। নতুন বছর শুরুর ঠিক এক মাস পরে বৃহস্পতি আপনার ভাগ্যের ঘরে প্রবেশ করবে। সিংহ রাশির অধিপতি সূর্য ১৪ এপ্রিল থেকে এক মাসের জন্য তার মেষ রাশিতে থাকবেন। এই নতুন বছর আপনার জন্য দারুণ সুযোগ নিয়ে আসছে। অতীতে আপনার করা কাজের জন্য শুভ ফল পাবেন। আপনি যদি চাকরি বা ব্যবসায় কোনও পরিবর্তনের চেষ্টা করলে সাফল্য পাবেন। সিনিয়র কর্তা এবং ঊর্ধ্বতন কর্তাদের সঙ্গে সম্পর্ক ভালো হবে। ধর্মীয় কাজে আপনার আগ্রহ বাড়বে। অর্থ অর্জন করবেন। তীর্থযাত্রা করতে পারেন। সিংহ রাশির জাতক-জাতিকারা পিতার স্নেহ পাবেন। পৈতৃক সম্পত্তি থেকে লাভবান হতে পারেন। 

আরও পড়ুন

তুলা- এই রাশির জাতক-জাতিকাদের জন্য বছরটি শুভ ও ফলদায়ক হবে। আপনি ঢাইয়া থেকে মুক্ত হবেন। দেবগুরুর শুভ দৃষ্টিও আপনার রাশিতে থাকবে। যাঁদের বিবাহে বাধা ছিল তা দূর হবে। পারিবারিক জীবনে প্রেম ও সম্প্রীতি থাকবে। বন্ধুবান্ধব এবং সহকর্মীদের সঙ্গে আপনার ভালো সম্পর্ক থাকবে। যা আপনাকে নানাভাবে উপকৃত করবে। আপনি যদি কোনও বিতর্কিত বিষয়ে জড়িয়ে পড়ে থাকেন, তাহলে সমস্যায় পড়তে পারেন। রোজগারের দিক থেকেও বছরটি ভালো যাবে। আপনার আয় বৃদ্ধি পাবে। শুভ কাজে ব্যয় বৃদ্ধি বাড়তে পারে। বিনিয়োগ করলে ভাল ফল পাবেন।

ধনু- হিন্দু নববর্ষ ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য সুখ ও সমৃদ্ধি নিয়ে আসছে। ২২ এপ্রিল থেকে বৃহস্পতি আপনার রাশির পঞ্চম ঘরে যাবে। বৃহস্পতির এই গমনের কারণে ধনু রাশির জাতক-জাতিকারা সুখ ও সমৃদ্ধি পাবেন। যাঁরা সন্তান কামনা করছেন তাঁদের ইচ্ছাপূরণ হতে পারে। কর্মক্ষেত্রে আপনার কর্মক্ষমতা আরও ভালো হবে। চেষ্টায় সাফল্য পাবেন। জ্ঞান-বিজ্ঞানের বিকাশ ঘটবে। সময়ে সময়ে অর্থলাভের সুযোগ পেতে থাকবেন। আপনি শুভ কাজে এবং দাতব্য কাজে অর্থ ব্যয় করবেন। গাড়ি কিনতে পারেন। 

মীন- নতুন বছর মীন রাশির জাতক-জাতিকাদের জন্য ভালো যাবে। এই রাশির অধিপতি মেষ রাশিতে চলে যাবেন। এই রাশির জাতক-জাতিকাদের জন্য মীন রাশিতে বৃহস্পতির গমন লাভ ও উন্নতির সুযোগ দেবে। নতুন মানুষের সঙ্গে আলাপ হবে। আপনার কর্মজীবনে পদোন্নতি এবং ভালো ইনক্রিমেন্ট পেতে পারেন। তীর্থযাত্রায় যেতে পারেন। পরিজনরা পাশে থাকবেন। আটকে থাকা কাজ শেষ হবে। আর্থিক বিষয়েও ভালো পরিকল্পনা করতে সক্ষম হবেন।

 

Read more!
Advertisement
Advertisement