আগামী ২৪ মার্চ হোলিকা দহন। তার পরের দিন ২৫ মার্চ, রঙের উৎসব দোল। কাশীতে রঙের হোলি হয় ২৫ মার্চ। ওই দিন হতে চলেছে চন্দ্রগ্রহণ। তবে ভারতে এই চন্দ্রগ্রহণ দেখা যাচ্ছে না। এর প্রভাব সব রাশির উপর পড়বে। পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে তখন চন্দ্রগ্রহণ হয়। এই সময় পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে। দেশ ও বিশ্বে গ্রহণের শুভ ও অশুভ প্রভাব রয়েছে। এবার হোলিকা দহনের শুভ সময় ভাদ্র নক্ষত্রের শেষের পর ২৪ মার্চ রাত ১০টা ২৮ মিনিটের পরে। ২৫ মার্চ দিনের বেলা ১১টা ৩১ মিনিট পর্যন্ত পূর্ণিমা থাকবে। ২৫ মার্চ হোলিতে চন্দ্রগ্রহণের পুরো সময়কাল ৪ ঘন্টা ৩৬ মিনিট।
মেষ- এই চন্দ্রগ্রহণ মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ হতে পারে। চাকরি বা ব্যবসায় বিভিন্ন প্রচেষ্টায় সাফল্যের উচ্চ সম্ভাবনা রয়েছে। আপনার জীবন সঙ্গীর সঙ্গে সম্পর্কের উন্নতি হবে।
বৃষ- এই রাশির জাতক-জাতিকাদের আর্থিক লাভের সম্ভাবনা থাকবে। ব্যবসায় সতর্ক থাকতে হবে। দ্বিগুণ লাভ হবে। চাকরিতে অগ্রগতি হবে।
সিংহ- এই রাশির জাতক-জাতিকারা সুখ পাবেন। এই চন্দ্রগ্রহণ আপনার জন্য শুভ হতে পারে। তবে আচরণ ঠিক না রাখলে মিশ্র ফল পাবেন। আপনার কাজ প্রশংসিত হবে। দুশ্চিন্তা আপনাকে বিরক্ত করতে পারে। বিবাদ থেকে দূরে থাকুন। দান করুন। চাকরি ও ব্যবসায় ভালো করবেন।
ধনু- ধনু রাশির জাতকরা তাদের কাজে সাফল্য পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও ব্যক্তিরা ইতিবাচক ফলাফল পাবেন তবে তাদের কঠোর পরিশ্রম করতে হবে। আপনি আপনার কর্মক্ষেত্রে ইতিবাচক ফলাফল পাবেন।
মকর- এই রাশির জাতক-জাতিকাদের আর্থিক লাভের সম্ভাবনা থাকবে। পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে। চাকরিতে ইতিবাচক ফল দেখতে পাবেন। সম্পর্ক নিয়ে কিছু বিতর্ক হতে পারে।