Advertisement

Cow Dung Lamp: গোবরের তৈরি দেশি প্রদীপের চাহিদা তুঙ্গে বিশ্বজুড়ে, আমেরিকা-মরিশাসে পাড়ি লক্ষলক্ষ দিয়া

গোশালাতে প্রায় ১০ জন মহিলা একদিনে প্রায় আট হাজার প্রদীপ তৈরি করতে পারেন। এটা তৈরি করার জন্য গরুর গোবর ছাড়াও মাটি এবং তেলের ব্যবহার করতে হয়। এটা তৈরির পরে সোনালী এবং লাল রঙ করা হচ্ছে। এই প্রদীপগুলি দেখতে অত্যন্ত সুন্দর। কারণ সনাতন ধর্মের লাল রং কে শুভ বলে মনে করা হয়।

গোবরের তৈরি দেশি প্রদীপের চাহিদা তুঙ্গে বিশ্বজুড়ে, আমেরিকা-মরিশাসে পাড়ি লক্ষলক্ষ দিয়া
Aajtak Bangla
  • জয়পুর,
  • 31 Oct 2024,
  • अपडेटेड 3:58 PM IST

রাজস্থানের জয়পুরের পিঁজরাপোলের গোশালায় গরুর গোবর দিয়ে প্রদীপ তৈরি করা হচ্ছে, যেখানে মহিলা স্বনির্ভর গোষ্ঠীরগুলি তরফে গ্রামীণ অঞ্চলের মহিলারা দেশি গরুর গোবর থেকে রংবেরঙের প্রদীপ বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন। এই প্রদীপ জয়পুরই শুধু নয় বরং গোটা দেশ এমনকী দেশ ছাড়িয়ে বিদেশের বাজারেও নিজের দাপট ছড়িয়েছে। এই বায়ো-ডিগ্রেডেবল প্রদীপের চাহিদা এখন তুঙ্গে। এখন বিদেশেও আমেরিকা থেকে মরিশাস সহ একাধিক দেশে লক্ষ লক্ষ প্রদীপ পাঠানো হচ্ছে। যেখানে ভারতীয় বংশোদ্ভুতরা দীপাবলি পালন করছেন। প্রদীপ জ্বালিয়ে তাঁরা জয়পুরের এই গোবরে তৈরি প্রদীপ আমদানি করছে। তাদের ঘরে প্রদীপ জ্বলবে এবার গরুর গোবর থেকেই।

গোশালাতে প্রায় ১০ জন মহিলা একদিনে প্রায় আট হাজার প্রদীপ তৈরি করতে পারেন। এটা তৈরি করার জন্য গরুর গোবর ছাড়াও মাটি এবং তেলের ব্যবহার করতে হয়। এটা তৈরির পরে সোনালী এবং লাল রঙ করা হচ্ছে। এই প্রদীপগুলি দেখতে অত্যন্ত সুন্দর। কারণ সনাতন ধর্মের লাল রং কে শুভ বলে মনে করা হয়।

এই প্রদীপ গুলির দামও চাইনিজ লাইটের তুলনায় অনেকটাই কম। গোবরে তৈরি প্রদীপ সৌন্দর্যের সঙ্গে সঙ্গে কৃষকদের জৈব কৃষির জন্যও উদ্বুদ্ধ করছে। গরুর গোবর থেকে তৈরি এই প্রদীপ অনলাইন এবং অফলাইন দুভাবেই ভারতীয় বাজারে বিক্রি করা হচ্ছে। কিন্তু বিশেষ বিষয় হলো এবার ১০ লক্ষ প্রদীপ অর্ডার শুরু রিকা থেকেই এসেছে।

কো-অর্ডিনেটর দিব্যাংশী এবং অঙ্কিত আচার্য মনে করেন যে এবার দিওয়ালির আর্টিফিশিয়াল চাইনিজ প্রদীপের বাজারকে পিছনে ফেলে দেবে। বৈদিকভাবে দীপাবলি পালন করতে এই প্রদীপ অত্যন্ত মানানসই হবে। কারণ বেদ-পুরানে গরুর গোবরকে লক্ষ্মীর আবাস বলে বর্ণনা করা হয়েছে। এই পরিস্থিতিতে প্রায় পাঁচ হাজার গরু এবং এই সমস্ত পরিষদ এই গরুগুলিকে রাষ্ট্র মাতা হিসেবে ঘোষণা করার দাবী জানানো হয়েছে।

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement