শ্রীকৃষ্ণের (Shri Krishna) জন্ম তিথিতেই দেশ জুড়ে পালিত জন্মাষ্টমী (Janmashtami)। বাসুদেব ও দেবকীর অষ্টম সন্তান এবং বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণ কংসের কারাগৃহে জন্ম হয়। ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ও রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। প্রতি বছর এই তিথিতে কৃষ্ণের ছোটবেলার রূপ, ননীগোপালের পুজো করা হয়।
এবছর ৬ অগাস্ট পড়েছে জন্মাষ্টমী এবং ৭ অগাস্ট নন্দোৎসব। তবে ৬ তারিখ অষ্টমী তিথি রাতের দিকে লাগছে, এজন্যে বেশীরভাগ জায়গায় পুজো হবে ৭ তারিখ। জানুন রাশিচক্র অনুযায়ী কোন বিশেষ ভোগ জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণকে উৎসর্গ করলে, তিনি সন্তুষ্ট হন এবং মনোবাঞ্ছা পূরণ হবে।
মেষ/ARIES (March 21-April 20)
শ্রীকৃষ্ণের পুজো করুন গোমাতাকে মিষ্টি খাইয়ে।
বৃষ /TAURUS (April 21 – May 20)
এই রাশির জাতকেরা শ্রীকৃষ্ণকে দুধ, দই ও রসগোল্লা উৎসর্গ করতে পারেন।
মিথুন/ GEMINI (May 21-June 21)
পালং শাক কিংবা ঘাস খাওয়ান গোমাতাকে। শ্রীকৃষ্ণকে নকুলদানা উৎসর্গ করুন।
কর্কট/ CANCER (June 22-July 22)
জন্মাষ্টমীর শুভ তিথিতে ননীগোপালকে মাখন ও মিশ্রি উৎসর্গ করুন।
সিংহ/ LEO (July 23-Aug 23)
সিংহ রাশির জাতকেরা পাঁচ রকমের ফল উৎসর্গ করুন শ্রীকৃষ্ণকে। ফলের মধ্যে বেলও রাখতে পারেন।
কন্যা/ VIRGO (Aug 24-Sep 23)
কন্যা রাশি জন্মাষ্টমীতে, কৃষ্ণকে কেশর দুধ উৎসর্গ করুন।
তুলা/LIBRA (Sep 24-Oct 23)
শ্রীকৃষ্ণকে কালাকান্দ সন্দেশ ও ফল উৎসর্গ করুন।
বৃশ্চিক/ SCORPIO (Oct 24-Nov 22)
নকুলদানা, মাওয়া ও বাসন্তী পোলাও ভোগ উৎসর্গ করুন শ্রীকৃষ্ণকে।
ধনু /SAGITTARIUS (Nov 23-Dec 21)
জন্মাষ্টমীর দিন আমন্ডের পুডিংয়ে কেশর মিশিয়ে বাসুদেবকে উৎসর্গ করুন।
মকর/ CAPRICORN (Dec 22-Jan 21)
ধনে ও পোস্ত দিয়ে শ্রীকৃষ্ণের পুজো করুন।
কুম্ভ/ AQUARIUS (Jan 22-Feb 19)
শ্রীকৃষ্ণের সামনে সুগন্ধী ধূপ জ্বালিয়ে মিষ্টি উৎসর্গ করুন।
মীন/PISCES (Feb 20-March 20)
মীন রাশির জাতকেরা এদিন শ্রীকৃষ্ণকে কলা, জিলিপি উৎসর্গ করলে যে কোনও সমস্যা থেকে মুক্তি মিলবে।
(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)