Advertisement

Jupiter Transit 2024: বৃহস্পতি গোচরে রাজার হাল ৩ রাশির, এক বছর টাকা নিয়ে চাপ নেই

Jupiter Retrograde Effects: দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ মাথায় থাকলেই যেকোনও যুদ্ধ জয় সম্ভব জাতক-জাতিকাদের। প্রতি বছর বৃহস্পতি রাশি পরিবর্তন করে থাকেন, যার ফলে রাশির পরিবর্তনের প্রভাব দীর্ঘ সময় ধরে জাতক-জাতিকাদের জীবনে থাকে। বর্তমানে শুক্রের রাশি অর্থাৎ বৃষতে বৃহস্পতির অবস্থান ২০২৫ সাল পর্যন্ত বজায় থাকবে।

jupiter retrograde 2024: বৃহস্পতি গোচরে ৩ রাশির ভাগ্য তুঙ্গে।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Oct 2024,
  • अपडेटेड 3:14 PM IST
  • দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ মাথায় থাকলেই যেকোনও যুদ্ধ জয় সম্ভব জাতক-জাতিকাদের।
  • বর্তমানে শুক্রের রাশি অর্থাৎ বৃষতে বৃহস্পতির অবস্থান ২০২৫ সাল পর্যন্ত বজায় থাকবে।
  • গত ৯ অক্টোবর ২০২৪ সকাল ১০.০১ মিনিটে বৃহস্পতি বক্রি হতে চলেছে।

Jupiter Transit 2024: দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ মাথায় থাকলেই যেকোনও যুদ্ধ জয় সম্ভব জাতক-জাতিকাদের। প্রতি বছর বৃহস্পতি রাশি পরিবর্তন করে থাকেন, যার ফলে রাশির পরিবর্তনের প্রভাব দীর্ঘ সময় ধরে জাতক-জাতিকাদের জীবনে থাকে। বর্তমানে শুক্রের রাশি অর্থাৎ বৃষতে বৃহস্পতির অবস্থান ২০২৫ সাল পর্যন্ত বজায় থাকবে।

গত ৯ অক্টোবর ২০২৪ সকাল ১০.০১ মিনিটে বৃহস্পতি বক্রি হতে চলেছে, যা আগামী ৪ নভেম্বর ২০২৫ দুপুর ০১.৪৬ পর্যন্ত থাকবে। এই অবস্থানে বৃহস্পতি, তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য বিশেষ সুখবর নিয়ে আসছে। রাশির অষ্টম ঘরে বিরাজমান বৃহস্পতি আগামীতে আটকে থাকা কাজ সম্পন্ন করতে সাহায্য করবে এবং নানান সময় ধরে চলা সমস্যার সমাধান ঘটাবে।

তুলা রাশির হাতে টাকা আসতে চলেছে

এছাড়া, তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য ব্যবসা-বাণিজ্যে ভাল লাভের সম্ভাবনা রয়েছে, কারণ প্রচুর পরিমাণে টাকা পয়সা হাতে আসতে চলেছে। শেয়ার ও বিভিন্ন ক্ষেত্রে বড়সড় লাভ হতে পারে।

মেষ রাশির বড় সুযোগ আসবে, কাজে লাগান

মেষ রাশির জাতক-জাতিকাদের জন্যও বৃহস্পতির বক্রি খুবই ইতিবাচক সময় নিয়ে আসছে। যারা চাকরি পরিবর্তনের পরিকল্পনা করছেন, তাদের জন্য বিরাট সুযোগ আসতে চলেছে। ব্যবসা-বাণিজ্যে বড়সড় ডিল পাওয়ার সম্ভাবনা রয়েছে।

সিংহ রাশির ক্লায়েন্ট/বস খুশি হবেন

সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্যও বৃহস্পতির বক্রি অত্যন্ত শুভ সময় নিয়ে আসবে। আয় সংক্রান্ত বিষয়ে ভালো খবর আসতে পারে এবং অফিসে সিনিয়রদের প্রশংসা পাবেন। সন্তানদের সঙ্গেও আনন্দময় সময় কাটবে।

বৃহস্পতির এই বক্রির সময় জাতক-জাতিকাদের জন্য কাজের সফলতা এবং আয়ের বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, যা আগামী দিনে তাদের জীবনকে আলোকিত করবে।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement