জন্মতারিখ দেখেও ভাগ্য নির্ধারণ করা যায়। নিউমেরোলজি অনুযায়ী কার ভাগ্যে কী রয়েছে, তা জানতে অনেকেই কৌতূহলী হন। অনেকে রাশিফলেও নজর রাখেন। তবে আবার অনেকে নিউমেরোলজির উপর ভারসা করেন। জন্মতারিখ দেখে ভাগ্য নির্ধারণের জন্য মূলাঙ্ক গণনা জরুরি। তা হলেই জানা যাবে ভাগ্যলিখন।
নতুন সপ্তাহে (১৪-২০ জানুয়ারি) আপনার কপালে কী রয়েছে, তা মূলাঙ্ক গণনা করে সহজেই জানা যাবে। তা হলে চলুন, প্রথমে জেনে নেওয়া যাক মূলাঙ্ক।
মূলাঙ্ক
১ থেকে ৯ হল মূলাঙ্ক। প্রত্যেকের জন্মতারিখ থেকে এই মূলাঙ্ক নির্ধারণ করা হয়।
* জন্মতারিখ ১, ১০, ১৯, ২৮ হলে মূলাঙ্ক হবে ১।
* জন্মতারিখ ২, ১১, ২০, ২৯ হলে মূলাঙ্ক হবে ২।
* জন্মতারিখ ৩, ১২, ২১, ৩০ হলে মূলাঙ্ক হবে ৩।
* জন্মতারিখ ৪, ১৩, ২২, ৩১ হলে মূলাঙ্ক হবে ৪।
* জন্মতারিখ ৫, ১৪, ২৩ হলে মূলাঙ্ক হবে ৫।
* জন্মতারিখ ৬, ১৫, ২৪ হলে মূলাঙ্ক হবে ৬।
* জন্মতারিখ ৭, ১৬, ২৫ হলে মূলাঙ্ক হবে ৭।
* জন্মতারিখ ৮, ১৭, ২৬ হলে মূলাঙ্ক হবে ৮।
* জন্মতারিখ ৯,১৮, ২৭ হলে মূলাঙ্ক হবে ৯।
এ বার জেনে নিন, মূলাঙ্ক অনুযায়ী আপনার আগামী সপ্তাহ কেমন কাটতে চলেছে...
মূলাঙ্ক ১: এই জাতকদের কর্মক্ষেত্রে উন্নতি হবে। প্রেম জীবন সুখের হবে। অর্থপ্রাপ্তির যোগ রয়েছে।
মূলাঙ্ক ২: আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে পরিস্থিতি ভাল হবে আগের থেকে।
মূলাঙ্ক ৩: খরচ বাড়বে। নতুন সম্পত্তি কিনতে পারেন। পরিবারের সঙ্গে ভাল সময় কাটাবেন।
মূলাঙ্ক ৪: চাকরিতে বড় প্রাপ্তির যোগ রয়েছে। সঙ্গীর সঙ্গে মনোমালিন্য হতে পারে।
মূলাঙ্ক ৫: খরচ বাড়বে। প্রেম জীবন সুখের হবে।
মূলাঙ্ক ৬: পরিবারে অশান্তি হতে পারে। শত্রুরা ক্ষতির চেষ্টা করবেন। স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন।
মূলাঙ্ক ৭: কাজে সাফল্য পাবেন। অর্থলাভ হতে পারে।
মূলাঙ্ক ৮: পরিবারের সঙ্গে ভাল সময় কাটাবেন। ব্যবসায় লাভবান হবেন।
মূলাঙ্ক ৯: কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। সুখবর পেতে পারেন।