Advertisement

Mahashivratri 2024: মহাশিবরাত্রি কবে? ভোলেবাবাকে এই ৩ উপায়ে প্রসন্ন করলেই পূরণ হবে ইচ্ছা

Mahashivratri 2024: দেব-দেবীদের মধ্যে ভগবান শিবের আলাদাই এক মাহাত্ম্য রয়েছে। এমনিতে প্রত্যেক মাসেই প্রদোষ ব্রত পালন করা হলেও মহাশিবরাত্রির গুরুত্ব একেবারেই অন্যরকম। বছরে একবারই মহাশিবরাত্রি পালন করা হয়ে থাকে। এই বছর ৮ মার্চ মহাশিবরাত্রি পালন করা হবে। এইদিন শিবের আরাধনা করলে ভোলেবাবা প্রসন্ন হন তাঁর ভক্তদের ওপর।

মহাশিবরাত্রি ২০২৪
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Jan 2024,
  • अपडेटेड 11:34 AM IST
  • দেব-দেবীদের মধ্যে ভগবান শিবের আলাদাই এক মাহাত্ম্য রয়েছে।

দেব-দেবীদের মধ্যে ভগবান শিবের আলাদাই এক মাহাত্ম্য রয়েছে। এমনিতে প্রত্যেক মাসেই প্রদোষ ব্রত পালন করা হলেও মহাশিবরাত্রির গুরুত্ব একেবারেই অন্যরকম। বছরে একবারই মহাশিবরাত্রি পালন করা হয়ে থাকে। এই বছর ৮ মার্চ মহাশিবরাত্রি পালন করা হবে। এইদিন শিবের আরাধনা করলে ভোলেবাবা প্রসন্ন হন তাঁর ভক্তদের ওপর। যদি আপনি আর্থিক সঙ্কটে রয়েছেন বা ব্যবসায় মনের মতো ফল পাচ্ছেন না, তবে এই মহাশিরাত্রির দিন কিছু বিশেষ উপায় করলে আপনার সব চিন্তা দূর হয়ে যাবে। 

শিবরাত্রির তারিখ ও শুভ মুহূর্ত
হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালন করা হয়। এই দিনে বিপদমুক্তির জন্য, সংসারের কল্যাণ সাধনের জন্য, মনোমতো পতি প্রাপ্তির জন্য এবং মনোস্কামনা পূরণের শিবরাত্রির ব্রত পালন করেন ভক্তেরা। তিথি অনুসারে ২০২৪ সালে ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশী তিথি পড়ছে ৮ মার্চ রাত ৯টা ৫৭ মিনিট থেকে৷ শেষ হচ্ছে ৯ মার্চ সন্ধে ৬টা ১৭ মিনিটে। 

শিবের কৃপা পাওয়ার জন্য
শিবরাত্রির দিন স্নান করার পর আধ কিলো গরুর দুধ ঘরের পাশে থাকা মন্দিরে শিবলিঙ্গে অর্পণ করুন আর মন্দিরে বসেই ভগবান শিবের পঞ্চাশ্বর মন্ত্রের এক মালার জপ করুন। মহাশিবরাত্রির দিন থেকে শিবের আরাধনা শুরু করার পর এটা অনবরত করেই যান। এটা করার পরই ভোলেবাবার কৃপা পাবেন আপনি। 

দরিদ্রতা দূর করতে
শিবরাত্রির দিন মসুর ডালের স্তুপের ওপর সাতটি কড়ি ও একটি ছোট শঙ্খ রাখুন। এটা করার সময় আপনার মুখ যেন পূর্বদিকে থাকে। প্রবালের জপমালা দিয়ে ওম গণপতায়ে নমঃ মন্ত্রটি পাঁচবার জপ করুন। পুজোর সময় ঘি-প্রদীপ, ধূপ ইত্যাদি জ্বালিয়ে রাখুন। ভগবান গণেশের মূর্তি বা ছবিতে ধূপ অবশ্যই দেখাবেন এবং এরপর লাড্ডুর ভোগ দিন। শ্রদ্ধা ও ভক্তি সহকারে পুজো করলে আপনার দরিদ্রতা দূর হয়ে যাবে। 

Advertisement

চাকরি-ব্যবসার জন্য উপায়
ব্যবসায় লোকসান ও চাকরি পেতে সমস্যা হলে শিবরাত্রির দিন শিবলিঙ্গে দুধে একটু চিনি মিশিয়ে ভোলেবাবাকে অর্পণ করুন। এই উপায় শিবরাত্রি থেকে শুরু করে পুরো ২১ দিন পর্যন্ত করতে হবে তবেই ফল মিলবে। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement